দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু টানেল নির্মাণ যজ্ঞ

প্রকাশের সময় : 2022-03-09 14:45:09 | প্রকাশক : Administration
দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু টানেল নির্মাণ যজ্ঞ

মোয়াজ্জেমুল হক: আরও এগিয়ে গেছে বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজ। চার লেন বিশিষ্ট দুই টিউবের খনন কাজ শেষ হওয়ার পাশাপাশি প্রথম টিউবের লিন স্লাব স্থাপনের কাজ প্রায় শেষ হওয়ার পথে। ডিসেম্বরের পর শুরু হয়েছে দ্বিতীয় টিউবের লিন স্লাব বসানোর কাজ। পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

২০২২ সালের ডিসেম্বর মাসকে টার্গেট রেখে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রথম টানেলের নির্মাণ কাজ এগিয়ে চলছে। নদীর তলদেশে খনন কাজই ছিল মূল চ্যালেঞ্জিং। সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমটির পর দ্বিতীয় টিউবের খনন কাজ শেষ হওয়ার পর বিশালাকৃতির টানেল বোরিং মেশিন (টিবিএম) খন্ড খন্ডভাবে বের করে আনা অব্যাহত রয়েছে। এ কাজ সম্পন্ন হতে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সময় নেবে। প্রতিটি টিউবের দূরত্ব ২৪৫০ মিটার। চট্টগ্রাম শহরের পতেঙ্গা পয়েন্ট থেকে নদীর তলদেশ দিয়ে এটি ইতোমধ্যে সংযুক্ত হয়ে গেছে দক্ষিণ পাড়ের আনোয়ারা পয়েন্ট পর্যন্ত। চীনের সাংহাই নগরীর আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ এর রূপ নেবে চট্টগ্রাম। এ টানেলই এর মধ্যমণি। যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। দীর্ঘ সময় ধরে চলমান টানেল খনন কাজ। পরে শুরু হয়েছে উভয় প্রান্তে সংযোগ  প্রতিষ্ঠার কাজ।

প্রসঙ্গত বঙ্গবন্ধু টানেলের ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৩৭৪ কোটি ৪২ লাখ টাকা। এতে চীন সরকার দিচ্ছে ৫ হাজার ৯১৩ কোটি ১৯ লাখ টাকা। এটি সরকারের একটি মেগা প্রকল্প। এ প্রকল্প ঘিরে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিস্তর কর্মসূচী রয়েছে। টানেল আনোয়ারায় শিল্পাঞ্চলকে চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত যেমন করবে, তেমনি নির্মাণাধীন চট্টগ্রাম মহানগরীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গেও সেতুবন্ধ রচনা করবে নিঃসন্দেহে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com