অনেক দিন পর

প্রকাশের সময় : 2022-04-20 11:05:01 | প্রকাশক : Administration
অনেক দিন পর

কামরুল হাসান মামুন: “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি পেতে পিএইচডি বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২৩ সালের জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।”

এইটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। অনেকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন সিদ্ধান্তে আমি এত আনন্দিত হয়েছি। এইটা শোনার পর থেকে মনটা এতই আনন্দে ভরে উঠেছে যে এই আনন্দ প্রকাশ করতে নাচতে ইচ্ছে করছিল। তবে এইটা শুরু। প্রভাষক পদ হওয়া উচিত টেম্পোরারি বা নন-টেনুর এবং টেনুরড বা পার্মানেন্ট পদ প্লাস সহকারী অধ্যাপক হতে পিএইচডি বাধ্যতামূলক হওয়া উচিত। তবে বর্তমান সিদ্ধান্ত বাংলাদেশের প্রেক্ষিতে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে ব্রেইন ড্রেইন থেকে ব্রেইন গেইন শুরু হবে। আমাদের ছাত্ররা যারা বিদেশে পিএইচডি করছে তারা ফিরে আসতে উৎসাহিত বোধ করবে। কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের যথেষ্ট ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নাই। দ্বিতীয় যেই কাজটি করতে হবে সেটি হলো প্রতিটি ভালো মানের জার্নালে আর্টিকেল প্রকাশের জন্য অন্তত ১ লক্ষ টাকা দিতে হবে। এমনিতেই কলকাতা থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন অর্ধেকেরও কম। আবার কলকাতায় জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ থেকে অনেক কম। বিশেষ করে বাড়ি ভাড়াতো অনেক কম। আর্টিকেল প্রকাশে প্রণোদনা একদিকে বেতন বাড়ানোর মতও হলো একই সাথে গবেষণার প্রতি শিক্ষকদের নজর বৃদ্ধি পাবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, রেঙ্কিং এ অবস্থান ইত্যাদিও ভালো হবে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com