মাশরুম থেকে পাওয়া যাবে বিদ্যুৎ

প্রকাশের সময় : 2022-08-17 16:20:42 | প্রকাশক : Administration
মাশরুম থেকে পাওয়া যাবে বিদ্যুৎ

বিশ্বজুড়েই জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। এটি মোকাবিলায় বিভিন্ন দেশে বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে। বসে নেই বিজ্ঞানীরাও। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী দাবি করেছেন, তাঁরা মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছেন। বিদ্যুৎ উৎপাদনের বিকল্প এই উৎস জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক সাময়িকী ন্যানো লেটার্স মাশরুম থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশল উদ্ভাবন সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে। পদ্ধতিটি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের স্টিভেনস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা। তাঁরা বলেছেন, গবেষণার সময় তাঁরা মাশরুমের ওপর থ্রি-ডি প্রিন্টিংয়ের মাধ্যমে একগুচ্ছ শক্তি উৎপাদনকারী সায়ানোব্যাকটেরিয়া বসিয়ে দেন। এরপর ছত্রাকের তৈরি করা আদর্শ পরিবেশে সায়ানোব্যাকটেরিয়াগুলো স্বল্প পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করেছে।

যে সায়ানোব্যাকটেরিয়া তাঁরা গবেষণায় কাজে লাগিয়েছেন, তা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সূর্যরশ্মিকে বিদ্যুতে রূপান্তরিত করতে পারে।

নিবন্ধটির রচয়িতা সুদীপ জোশি বলেন, গবেষণায় মাশরুম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ও তাঁর সহকর্মীরা মাশরুমের ওপর বিশেষ জৈব কালি বসিয়ে দেন। জৈব কালি মাশরুমের ওপর বিদ্যুৎবাহী তার হিসেবে কাজ করে। এরপর তাঁরা দেখলেন, মাশরুম উজ্জ্বল হয়ে উঠেছে। -সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com