কতোটা উপকারী গরুর মাংস
প্রকাশের সময় : 2022-08-31 15:48:58 | প্রকাশক : Administration
গরুর মাংস খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ইচ্ছা না থাকলেও দাওয়াতে গেলে পাশের জনের চাপাচাপিতে এক টুকরো মাংস মুখে দিয়ে ফেলেন এমন মানুষের সংখ্যাই বেশি। তবে সত্যি কথা হলো, গরুর মাংস খেলে যারা হার্ট কিংবা প্রেশারের রোগী তাদের স্বাস্থ্যঝুঁকি একটু বেড়েই যায় বৈকি।
বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন, প্রেশার ও হার্টের রোগীদের জন্য মাংস খাবার তালিকা থেকে বাদ দেয়াই বাঞ্ছনীয়। তারপরও যদি খেতে হয় তাহলে চর্বি ফেলে দিয়ে খেতে হবে।
গরুর মাংসে প্রচুর ফ্যাট এবং উচ্চ মাত্রার প্রোটিন থাকে। বয়স যদি হয় ত্রিশের নীচে, তাহলে গরুর লাল মাংস খাওয়ায় কোনো অসুবিধা নেই। সমস্যা যতো; বয়স বেশি হলেই। মাংসের উচ্চ মাত্রার প্রোটিন কিডনী রোগীদের ঝুঁকি বাড়িয়ে দেয়।
ফ্যাটের কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে। এছাড়া মাংসে থাকা চর্বির কারণে হার্টের স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়। মাংস যদি খেতেই হয় তাহলে মাংস থেকে চর্বি আলাদা করে খাওয়ার চেয়ে সহজ আর পন্থা নেই। চর্বি আলাদা করতে চাইলে মাংস পানিতে ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে চর্বি ভেসে ওঠে। ফ্রিজে রেখে দিলেও মাংসের গায়ে চর্বি শক্ত হয়ে লেগে যায়। তখন ফেলে দিতে সহজ হয়।
সাধারণ ধারণা হচ্ছে, মাংস কাবাব বা গ্রিল করে খাওয়াতে কোনো ক্ষতি নেই। কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন, মাংস সাধারণভাবে রান্নার চেয়ে কাবাব বা গ্রিল করে খেলেই বেশি ক্ষতি হয়। - সূত্র: অনলাইন