জোকস্

প্রকাশের সময় : 2022-09-28 14:28:12 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

বাচ্চার কান্না যখন ভালো লাগেঃ

 

স্ত্রী রাত করে অফিস থেকে ফিরে দেখলেন বাচ্চা কান্নাকাটি করছে। পাশে তার বাবা হতবুদ্ধি অবস্থায় দাঁড়িয়ে আছে। তার হাতে বাবুর অনেকগুলো খেলনা। এটা দেখে স্ত্রী বিরক্ত হয়ে বললেন........

স্ত্রী: এত সার্কাস না করে বাচ্চাকে ঘুমপাড়ানি গান শোনালেই তো পারতে! জান না, ওই গান শুনলে সে ঘুমিয়ে পড়ে!

স্বামী: সেই চেষ্টাও করেছি। কিন্তু তাতে বাচ্চার চোখে ঘুম তো এলোই না, উল্টা পাশের ফ্ল্যাটের ভাবি এসে বলে গেলেন, ‘এর চেয়ে বাচ্চাকে কাঁদতে দিন’। আপনার গানের চেয়ে ওর কান্না বেশি সুরেলা।

 

স্ত্রী রাগ করলে স্বামীর সুবিধাঃ

 

রফিকের স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে। কিন্তু রফিক নাছোড়বান্দা। প্রতিদিন একবার করে ফোন দেয়। স্বামীর ফোন পেয়ে স্ত্রী বললো.

স্ত্রী: কতবার বলব যে, আমি আর বাপের বাড়ি থেকে তোমার বাড়ি যাবো না। তবুও কেন প্রতিদিন ফোন করো?

রফিক: প্রতিদিন ভয় পাই, যদি সিদ্ধান্ত পাল্টাও। তাই ফোন করে নিশ্চিত হয়ে নেই।

বাবার জন্য অঙ্কের মাস্টারঃ

 

বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?

বাবলু: বললেন তোমার জন্য একজন ভালো অঙ্কের টিউটর রাখতে।

বাবা: মানে?

বাবলু: মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।

 

নতুন বাসার হালঃ

 

এক ভাড়াটিয়া নতুন বাসা খুঁজেতে গিয়ে বাড়ির মালিককে বললেন........

ভাড়াটিয়া: এই বাড়ির পানির ব্যবস্থা কেমন?

মালিক: কল দিয়ে পানি না পড়লেও বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে।

 

বিয়ে করে পুরুষ হয়ঃ

 

রিয়াদ বিয়ে করেছে কিছুদিন হলো। বন্ধুর সঙ্গে তার বিবাহিত জীবনের গল্প করছে.....

রিয়াদ: বউ আর মাকে নিয়ে মহাবিপদে আছি দোস্ত।

বন্ধু: কেন রে?

রিয়াদ: আর বলিস না। বউও হক দাবি করে, মা-ও হক দাবি করে! বিয়া কইরা তো আমি পুরাই কাশ্মীর হয়ে গেলাম। ভারত বলে কাশ্মীর আমার, পাকিস্তানও বলে আমার!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com