জোকস্

প্রকাশের সময় : 2022-10-13 16:06:58 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

ধনিয়া পাতার বদলে মেথি পাতা:

 

বাবা: তোকে ধনিয়া পাতা আনতে পাঠালাম আর তুই নিয়ে এলি পুদিনা পাতা!

ছেলে: আমি তো চিনতে পারিনি।

বাবা: এমন বোকা ছেলে আমার দরকার নেই। যা বাড়ি থেকে বের হয়ে যা।

ছেলে: বাবা, তবে চলো একসঙ্গেই বের হই!

বাবা: কেন?

ছেলে: না, মা বলছিল যে এটা না-কি মেথি পাতা!

 

বাঙালির কদর:

 

গুপ্তচর: জন্ম থেকে গুজব শুনতে শুনতে কোনটা মিথ্যা আর কোনটা রিয়েল বুঝে গেছি। এইগুলা ব্যাপার না।

সিআইএ: হু আর ইউ রিয়েললি? তোমার রহস্য উদঘাটন না করতে পারলে আমি আফসোসেই মরে যাবো।

গুপ্তচর: আমি সাধারণ বাংলাদেশি। যাকে তোমরা গুপ্তচর ভেবে ভুল করেছো।

সিআইএ: ফিল আপ দিস ফর্ম, ভেরি কুইকলি।

গুপ্তচর: কিসের ফর্ম এটা?

সিআইএ: তোমাকে আজ থেকে সিআইএ’র ট্রেইনার হিসেবে নিয়োগ দিতে চাই। এমন লোকই তো আমরা খুঁজেছিলাম। আই স্যালিউট ইউ, বস!

 

ক্লাসে স্যার এভারেস্ট দেখালেন:

 

শিক্ষক: বলতো এভারেস্ট কোথায়?

ছাত্র: জানি না।

শিক্ষক: এটাই জানো না! কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালেই সব জানতে পারবে!

ছাত্র: কেন স্যার? কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালে এভারেস্ট দেখা যাবে?

 

সঠিক উপায়ে শিশু লালন পালন:

 

মিসেস লিলির চোখ কপালে উঠে গেল, যখন দেখলেন তার দশ বছরের শিশু মন্টু ‘সঠিক উপায়ে শিশু লালন পালন’ নামের একটি বই মনোযোগ দিয়ে পড়ছে। ছেলেকে ডেকে তিনি বললেন

লিলি: মন্টু, কী করছিস ওখানে?

মন্টু: বই পড়ছি মা।

লিলি: এই বই তুই পড়ছিস কেন?

মন্টু: মা, আমি দেখতে চাচ্ছি আমাকে তোমরা ঠিকঠাক মতো লালন পালন করছো কি না!

 

ছেলে হবে বাবার মতো:

 

প্রতিবেশী: কালু বড় হয়ে তুই কি হতে চাস?

কালু: আমার বাবার মতো আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই!

প্রতিবেশী: কী বলিস কালু! তোর বাবা আবার আমেরিকার প্রেসিডেন্ট ছিল কবে?

কালু: না, তিনিও আমেরিকার প্রেসিডেন্ট হতে চান আর কি!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com