জোকস্

প্রকাশের সময় : 2022-10-26 15:52:10 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

একেই বলে অলসতা:

 

কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। প্রশ্নে যে রচনা এসেছে তার বিষয় ‘অলসতা’।

এক মেধাবী ছাত্র প্রথম ১০ পৃষ্ঠা খালি রেখে ১১ নম্বর পৃষ্ঠায় লিখে দিয়ে এলো- ‘একেই বলে অলসতা’।

 

লোডশেডিংয়েও বই পড়া যায়!:

 

সকালে চায়ের টেবিলে একখানা ডিটেকটিভ বই ফেলে দিয়ে স্বামী স্ত্রীকে বললো....

স্বামী: দারুণ বই। আমি কাল রাত দুটা পর্যন্ত এক নিশ্বাসে পড়ে শেষ করেছি।

স্ত্রী: কিন্তু কাল বারোটার পর যে লোডশেডিং হলো, পড়লে কী করে?

স্বামী: পড়তে পড়তে এতই মগ্ন ছিলাম যে, কিছুই টের পাইনি।

 

খুব খারাপ ও খারাপ খবরের পার্থক্য:

 

ডাক্তার তার রোগীকে ফোনে বললেন.....

ডাক্তার: আপনার জন্য একটা খারাপ আরেকটা খুব খারাপ খবর আছে।

রোগী: খারাপ খবরটাই আগে বলুন।

ডাক্তার: মেডিকেল টেস্টে জানা গেছে, আপনার আয়ু চব্বিশ ঘণ্টা।

রোগী: এটা খারাপ খবর হলে আরও খারাপ খবরটা কী?

ডাক্তার: আমি গতকাল থেকে ফোনে আপনাকে ট্রাই করে যাচ্ছি খবরটা দেওয়ার জন্য।

 

নবদম্পতি যখন সিনেমা দেখে:

 

নতুন স্বামী-স্ত্রী সিনেমা দেখতে গেছেন। সিনেমা দেখছেন আর গড়গড় করে কথা বলছেন। এক দর্শক বিরক্ত হয়ে বললেন..

দর্শক: আরে ভাই, কী এত কথা বলছেন? কিছুই তো শুনতে পাচ্ছি না।

স্বামী: স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন?

 

উকিলের তিন কথা:

 

হন্তদন্ত হয়ে এক ভদ্রমহিলা ছুটে এলেন

ভদ্রমহিলা: আমি কিছু শুনতে চাই না ডাক্তার সাহেব আপনি আমার সমস্যাটা মোটেই গুরুত্ব দিচ্ছেন না, আজ আপনাকে একটা কিছু বলতেই হবে।

উকিল: একটা না আমি তিনটা কথা বলব। এক, আপনি অত্যধিক মোটা একজন মহিলা; দুই, আপনার বাস্তব বুদ্ধি কম; তিন, ডাক্তার সাহেব পাশের রুমে বসেন। আমি একজন উকিল।

 

ছেলের বিছানায় আগুন:

 

ছেলে: বাবা, আমাকে আরেক গ্লাস পানি দাও।

বাবা: তোমার এত পানি লাগে কেন? তোমাকে ইতিমধ্যে ১০ গ্লাস পানি দিয়েছি।

ছেলে: কিন্তু বাবা, বিছানায় যে আগুন ধরিয়েছি, সেটা তো নিভছে না!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com