এরাও বলে

প্রকাশের সময় : 2022-11-09 12:05:39 | প্রকাশক : Administration
এরাও বলে

এরাও বলে

বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল

 

ওই যে দূরে নিঃসীম নীলিমায়

দৃষ্টির সীমানা ছেড়ে

মুক্ত বিহঙ্গ উড়ে বেড়ায়

ক্ষণিকে হারায় শূন্যে সুদূরে।

ঝাপটানো পাখার কম্পিত পবনে

বিজয়ী বাঙালীর জয়গান

নিত্য ঝংকৃত সুমধুর তানে।

 

মহাকালের সাক্ষী ঐযে বটবক্ষটি

বিমর্ষ, বয়সে নয়, ব্যথার ভারে,

বসন্ত আসে হাসে আনন্দরসে

পল্লবিত কিশলয়ে সুন্দরের ভিড়ে।

গেয়ে যায় মাতৃভাষার জয়গান

নন্দিত বন্দনায় বীর শহীদানের

অমর বিজয়গাঁথা ছড়িয়ে বিশ্বজুড়ে।

 

ওই যে দেখো গাঁয়ের প্রান্ত ছুঁয়ে

আকাশমাটি করে কানাকানি,

ছোট্ট স্রোতস্বীনি বহে ধীরে,

বধ্যভূমি ঘিরে আজও হাজার প্রাণের

অন্তিম কান্নার ধ্বনি-প্রতিধ্বনি

আকাশে বাতাসে উঠে রূণী

বিজয়ের আনন্দ আর গৌরবের অভিনন্দনে।

 

এরাও আমার সাথে সমস্বরে বলে:

আমি হিমালয় দেখিনি,

বাংলার বুকে তাকাই যেদিকে

দেখেছি হিমালয়সম এক ব্যক্তির প্রতিচ্ছবি

মুক্ত চিন্তার অবতার, চির বহমান

চেতনার গুরু শেখ মুজিবর রহমান।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com