জোকস্

প্রকাশের সময় : 2022-12-07 17:44:35 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

কান পাতা প্রতিবেশী:

 

এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা

গোয়েন্দা: গত রাতে পাশের বাসা থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?

প্রতিবেশী: নাহ্! গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!

গোয়েন্দা: ওহ, তাহলে আপনি পাশের বাড়িতে কান পেতে থাকেন!

 

বাঘ ও বল্টুর বাবা:

 

চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ংকর প্রাণি, কী ভীষণ হিংস্র সে!

বল্টু: (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে!

বাবা: (আদুরে স্বরে) কী হবে তাহলে?

বল্টু: আমি বাসায় যাব কীভাবে!

 

ঘরে শান্তিতে সময় কাটানোর উপায়:

 

এক সকালে বলছেন জলিল সাহেব, ‘আজকে ছুটির দিন। সপ্তাহের এই দিনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। তাই সিনেমা হলের তিনটা টিকিট কেটে আনলাম।’

খুশিতে গদগদ হয়ে বললেন জলিলের স্ত্রী, ‘সে তো ভালো কথা। কিন্তু টিকিট তিনটা কেন গো? তুমি-আমি আর কে যাবে?’

জলিল বললেন, ‘তুমি-আমি না। তুমি আর বাচ্চারা যাবে। আমি বাসায় থাকব।’

 

জুতার দোকানে খাবার:

 

এক ভিক্ষুক জুতার দোকানে এসে বললো;

 

ভিক্ষুক: কিছু খাওন দিবেন?

দোকানদার: গাধা নাকি? জুতার দোকানে কি খাওন পাওয়া যায়?

ভিক্ষুক: না মানে পাশের দোকানে খাওন চাইয়া জুতার বাড়ি খাইছি তাই জুতার দোকানে খাওন চাইলাম।

 

ট্রেনে বরফ সাপ্লাই:

 

এক যাত্রী ট্রেনের অ্যাটেন্ডেন্ট কালুকে ১০০ টাকা দিয়ে বললেন;

যাত্রী: আরেকটু বরফ আনো তো, লাস্ট পেগটা মারি।

কালু: আর তো বরফ পাওয়া যাবে না স্যার।

যাত্রী: কেন?

কালু: ডেডবডি আগের স্টেশনে নামিয়ে নিয়ে গেল যে!

 

ঘরের চাবি গিলে ফেলার পর:

 

মন্টু ও চিকিৎসকের মধ্যে কথা হচ্ছে

মন্টু: স্যার, আমি বাসার চাবি গিলে ফেলেছি।

ডাক্তার: বলেন কী! কখন এ ঘটনা ঘটালেন?

মন্টু: তা প্রায় মাস দুয়েক হবে।

ডাক্তার: এত দিন আসেননি কেন?

মন্টু: স্যার, তখন একটি নকল চাবি বানিয়ে নিয়েছিলাম। আজকে সেটাও হারিয়ে গেছে, তাই বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি।

 

পড়াশোনার খরচ বাচানোর উপায়:

 

বাবা: জানিস, তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়?

ছেলে: হ্যাঁ বাবা, জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com