জোকস্

প্রকাশের সময় : 2023-01-04 17:02:55 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

ঠান্ডা নাকি গরম:

 

হরিপদ বেজায় কৃপণ। একদিন তার বাড়িতে হাজির হলেন তার বন্ধু শশধর।

শশধর: কিরে হরিপদ, তোর বাড়িতে এলাম, কিছু খাওয়াবি না?

হরিপদ: কী খেতে চাস, বল। ঠান্ডা, না গরম?

শশধর: নিয়ে আয়। ঠান্ডা গরম দুটাই খাব।

হরিপদ হাঁক ছাড়লেন, ‘কই রে জগাই, ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আর চুলা থেকে এক  গ্লাস গরম পানি নিয়ে আয়!’

 

তোমাকে না পেলে মারা যাব:

 

প্রেমিক প্রেমিকার হাত ধরে বললো,

প্রেমিক: তুমি এই ভাবে আমাকে ফিরিয়ে দিও না। তাহলে আমি নির্ঘাত মরে যাব।

প্রেমিকা: তা হয় না, অমল । পরেশকে আমার বিয়ে করতেই হবে ।

এরপর সত্যি সত্যি প্রেমিক মারা গেল। কিন্তু সেটা ৬০ বছর পর!!

 

ভুল করে হর্ন:

 

চালকের আসনে রফিক, পেছনের সিটে বসেছে ছেলে জনি। হঠাৎই ফাঁকা রাস্তায় গাড়ির হর্ন বাজালেন রফিক।

রফিক: আহা, ভুল করে হর্নে চাপ পড়ে গেছে।

জনি: জানি।

রফিক: কী করে বুঝলে?

জনি: কারণ, এবার তুমি ‘নালায়েক, দেখে চলতে পারিস না?’ বলে চেঁচিয়ে ওঠোনি!

 

যখন বাচ্চার কান্নাও ভালো লাগে:

 

স্ত্রী রাত করে অফিস থেকে ফিরে দেখলেন বাচ্চা কান্নাকাটি করছে। পাশে তার বাবা হতবুদ্ধি অবস্থায় দাঁড়িয়ে আছে। তার হাতে বাবুর অনেকগুলো খেলনা। এটা দেখে স্ত্রী বিরক্ত হয়ে বললেন;

স্ত্রী: এত সার্কাস না করে বাচ্চাকে ঘুমপাড়ানি গান শোনালেই তো পারতে! জান না, ওই গান শুনলে সে ঘুমিয়ে পড়ে!

স্বামী: সেই চেষ্টাও করেছি। কিন্তু তাতে বাচ্চার চোখে ঘুম তো এলোই না, উল্টা পাশের ফ্ল্যাটের ভাবি এসে বলে গেলেন, ‘এর চেয়ে বাচ্চাকে কাঁদতে দিন’। আপনার গানের চেয়ে ওর কান্না বেশি সুরেলা।

 

চাইনিজ রেডিও:

 

বাবা: মিনু দেখ, আমি খুব সস্তায় দারুণ একটা চাইনিজ রেডিও কিনেছি।

মিনু: তুমি কি বোকা বাবা? কবে তোমার বুদ্ধিসুদ্ধি হবে বল তো? আমরা তো চাইনিজ ভাষাটাই জানি না। তাহলে কী করবে এই চাইনিজ রেডিও দিয়ে?

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com