গলায় মাছের কাঁটা বিঁধলে

প্রকাশের সময় : 2023-01-18 13:00:41 | প্রকাশক : Administration
গলায় মাছের কাঁটা বিঁধলে

গলায় মাছের কাঁটা আটকেছে। এখনও দাদি-দিদিমারা হয়তো বলবেন বিড়ালের পায়ে ধরো নাহয় লেবু চিবিয়ে খাও। আবার বেশকিছু প্রাথমিক চিকিৎসাও আছে। সেসব ঘরোয়া উপায় কাজ না করলে কি করবেন?

দেরি না করে নাক, কান, গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হোন। অধিকাংশ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক টাং ডিপ্রেসর যন্ত্রের সাহায্যে জিব নামিয়ে গলায় ভেতর পর্যবেক্ষণ করবেন। পরে তিনি তা বের করে আনবেন। তবে কাটা যদি খুব বেশি দূরে বিঁধে থাকে তাহলে খাদ্যনালীর ওপরের অংশ এন্ডোসকপির মাধ্যমে শনাক্ত করবেন।

গলার কাঁটা বের না হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসক প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও মাউথওয়াশ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। দীর্ঘদিন গলায় কাটা আটকে থাকলে গলায় জীবাণুর সংক্রমণ হতে পারে। তাতে গলায় পুঁজ জমতে পারে। আবার গলায় ফোঁড়াও হতে পারে। মারাত্মক সংক্রমণে জীবন নিয়ে টানাটানি পড়বে। তাই গাফিলতি করবেন না। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com