বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল
তোমার সমাধি ঘিরে গণজোয়ার,
বেদনাতুর দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত ভিড়ে
বিবেকের প্রশ্ন, জাগে ফরিয়াদ:
কি সে অপরাধ? তুমি গেলে ঝরে!
রক্তের স্পন্দনে, বাতাসের শিহরণে
সবার হৃদয়ে যুগপৎ উৎসারিত বাণী
পরজগতের অনন্ত খেলাঘরে
শান্তি যাচে অভিন্ন কাতর স্বরে।
তুমি হারা শুন্যতার আহ্বানে
নেমে আসে অশ্রুসিক্ত নয়নে
ফুলেল ভালবাসার অমিয় ধারা;
অন্তরের নির্ঝরে বাজে কলতান
তুমি রবে চির অম্লান মনের মুকুরে।
প্রগতির সিঁড়ি বেয়ে মুক্ত চেতনার
প্রদীপ হাতে চলি অদম্য অনিবার,
পৌঁছুতে তোমার রচিত স্বপ্নের শিখরে
কন্টকাকীর্ণ বন্ধুর পথে দৃপ্ত পায়ে
আর কোনদিন পথ হারাবো না তিমিরে।
ধরণীর বুকে তোমার স্মৃতি মুছে দিতে
সমাহিত হলে সংগোপনে নিভৃত পল্লীতে,
বুঝে ইচ্ছা বিধাতার,
বল সাধ্য কার।
হাজার প্রাণের মিলন মেলায়
তোমার সমাধি যেন তীর্থভূমি
দোয়া-দুরুদে প্রার্থনার সুরে
নিত্য মুখরিত প্রতি প্রহরে।