রাজনীতির কবি

প্রকাশের সময় : 2023-02-01 15:05:42 | প্রকাশক : Administration
রাজনীতির কবি

রাজনীতির কবি

বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল

 

যুগে যুগে দেশে দেশে

জন্ম নিল কতনা মহৎ প্রাণ

পরের তরে নিজেকে উজাড় করে

ইতিহাসে অমর চির অম্লান।

কেউবা বটবৃক্ষের ছায়াসম

কেউবা শান্তির অবতার

মানবতার অমিয় সুধায়

বেদনা-ক্লিষ্ট রুষ্ট ধরা তুষ্ট শতবার।

 

দুঃখী-দুস্থ মেহনতি মানুষের তরে

অমূল্য প্রাণ করেছে দান

খ্যাতির মিনারে প্রদীপ শিখা

বিশ্বজুড়ে দীপ্ত অনির্বাণ।

অবদানে বরেণ্য বসুমতি ধন্য,

শৌর্য-বীর্যে, অস্ত্রের নিঠুর ঝংকারে

মানবতা নিঃস্ব কেঁদেছে বিশ্ব

যুদ্ধের দাবানলে ক্ষমতার হুংকারে।

 

কত রাজা, মহারাজা, কত সম্রাট

জীবনে নন্দিত প্রয়াণে ঘৃণিত!

অপকীর্তির ভাগাড়ে স্তুপিকৃত স্মৃতি

কুড়িয়েছে অবারিত ধিক্কার প্রতিনিয়ত।

 

আর আমার নেতা রাজনীতির কবি

জাগরণের অগ্নিপুরুষ, চেতনার পরশমণি,

মমতার গিরি-নির্ঝর, মুক্তির দিশারী

জাতির ভাগ্যরূপকার অফুরান শক্তি-সঞ্জীবনী।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com