জোকস্

প্রকাশের সময় : 2023-02-15 15:49:03 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

শিক্ষক ও ছাত্র:

 

শিক্ষক: গরু ঘাস খাচ্ছে এমন একটা ছবি আঁকো।

কিছুক্ষণ পর-

ছাত্র: স্যার আমার আঁকা শেষ।

শিক্ষক: (ধমক দিয়ে) আমি আঁকতে বলেছি গরু ঘাস খায় আর তুমি শুধু গরু এঁকেছ কেন?

ছাত্র : স্যার, গরু সব ঘাস খেয়ে ফেলেছে ....!!

 

দুই ঠিকাদারের বাড়ি নির্মাণ:

 

এক বাংলাদেশি ঠিকাদার আমেরিকা গেল তার বন্ধুর বাড়ি। তার বন্ধু সেখানকার ঠিকাদার। বাংলাদেশি ঠিকাদার তার বন্ধুর অনেক সুন্দর বাড়িটি দেখে জিজ্ঞেস করলো-

বাংলাদেশি: বন্ধু, এতো সুন্দর বাড়ি কিভাবে সম্ভব?

আমেরিকান: ওই যে সামনে একটি ব্রিজ দেখছো?

বাংলাদেশি: হ্যাঁ।

আমেরিকান: ওইটার ১০% আমার পকেটে।

কিছুদিন পর আমেরিকান এলো বাংলাদেশির বাড়িতে। এসে তো পুরাই থ হয়ে গেলো। এ তো তার বাড়ির চেয়ে সুন্দর। তাই বন্ধুকে জিজ্ঞেস করলো-

আমেরিকান: এতো সুন্দর বাড়ি, কিভাবে?

বাংলাদেশি: ওইযে সামনে একটা ব্রিজ দেখছো?

আমেরিকান: কই না তো......!!!!

বাংলাদেশি: থাকার কথা না। ওইটার ১০০% টাকাই আমার পকেটে।

 

ডাক্তার ও ভদ্রলোক:

সকালে হাঁটার পরে কয়েকজন ডাক্তার চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। এমন সময় এক ভদ্রলোককে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখতে পেলো তারা।

একজন ডাক্তার মন্তব্য করলেন, কি হয়েছে লোকটার বলতো? 

অন্যজনের মন্তব্য ততক্ষনাৎ এলো, Left knee arthritis.

দ্বিতীয়জন বলে উঠলেন, না, না, আমার মনে হয় Plantar Fasciitis

তৃতীয়জনের কিছু মন্তব্য করার আগেই, ভদ্রলোক রাস্তা পার করে তাদের কাছে এসে পড়েছেন।

তাদেরকে দেখে বললেন, ভাই এখানে আসে পাশে কোনো মুচির দোকান আছে কি? আমার স্যান্ডেলের বুড়ো আঙ্গুলের ফিতাটা ছিঁড়ে গিয়ে আমাকে বেশ বেকায়দায় ফেলেছে......!!!!!

 

মাথাটা এখানে রেখে যাচ্ছি:

 

এক পেত্নী মানুষের রূপ ধরে সেলুনে গেছে চুল কাটাতে-

নাপিত: পরে আসুন, এখন ব্যস্ত আছি।

পেত্নী: মাথাটা এখানে রেখে যাচ্ছি। চুল কেটে রাখবেন। আমি পরে এসে নিয়ে যাবো।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com