জোকস্

প্রকাশের সময় : 2023-03-15 15:51:07 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ইসমাইল হোসেন

 

দুধ খেলে শক্তি বাড়ে:

 

জসিম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো তার বন্ধু বল্টু একটি দেয়ালের কাছে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে সে বল্টুকে জিজ্ঞাসা করলো-

 

জসিম: আরে বন্ধু কি করছো এখানে?

বল্টু: আচ্ছা বন্ধু, লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে?

বন্ধু: হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোনো সন্দেহ আছে?

বল্টু: ধুর! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেওয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম। কিন্তু এক ইঞ্চিও নড়ে নাই; সব ভুয়া!

 

ডাক্তারের প্রতিশোধ:

 

ডাঃ হরিপদ একজন দাঁতের চিকিৎসক। এক সন্ধ্যায় দেখা গেল চেম্বারের বাইরে দাঁড়িয়ে আনন্দে লাফাচ্ছেন তিনি।

ছুটে এলো হরিপদের ব্যক্তিগত সহকারী, ‘স্যার, কোনো সমস্যা?’

হরিপদ: সমস্যা হলে কি আমি আনন্দে নাচি বেকুব?

সহকারী: সেটাই তো বলছি স্যার, ভেতরে রোগী বসিয়ে রেখে আপনি বাইরে দাঁড়িয়ে নাচানাচি করছেন কেন?

হরিপদ: ভেতরে যে রোগী বসে আছে, সে কে জানো?

সহকারী: না তো! কে স্যার?

হরিপদ: একজন পুলিশ সার্জেন্ট, যে গতকাল দ্রুত গাড়ি চালানোর অপরাধে আমার ৬০০ টাকা জরিমানা করেছে। আজকে তাকে পেয়েছি

 

কৃপণের দান:

 

ভীষণ কৃপণ বলে পরিচিত এক লোকের কাছে গিয়ে কিছু দান করতে বললো অনাথ আশ্রমের দু’জন লোক

লোকটি বললো: আচ্ছা যান, আগামীকাল আমি পাঠিয়ে দেব।

পরদিন লোকটি রাস্তা থেকে ধরে এনে কয়েকটা অনাথ বালককে আশ্রমে পাঠিয়ে দিল।

 

চাপাবাজ যখন আড্ডা দেয়:

 

এক শিকারি বন্ধুদের আড্ডায় বসে বলছে, ‘জানিস, সেবার আফ্রিকার জঙ্গলে গিয়ে আমি কতগুলো রয়েল বেঙ্গল টাইগার মেরেছি?’

বন্ধুরা ভ্রু কুঁচকে বলে, ‘আফ্রিকার জঙ্গলে তো রয়েল বেঙ্গল টাইগারই নেই! তুই মারবি কোথা থেকে?’

শিকারি: আহ! সব যদি আমি মেরেই ফেলি, তাহলে থাকবে কোথা থেকে?

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com