জোকস্ সংগ্রহেঃ আবুসাইদ আলমারুফ

প্রকাশের সময় : 2018-10-24 17:30:13 | প্রকাশক : Admin

জোকস্ সংগ্রহেঃ আবুসাইদ আলমারুফ

আমার কী দোষঃ

আদালতে বিচারক জিজ্ঞেস করছে শামসুকে; বিচারকঃ ট্রেনে মহিলাদের কামড়ে দিয়েছো কেন?

শামসুঃ ইয়োর অনার, আমার কী দোষ বলেন...

ওইখানেই তো লেখা ছিল “মহিলা কামরা”...

তাই কামড়ে দিছি..।

 

কে আমারে মূর্খ বলেঃ

কাশেমঃ ডাক্তার সাহেব এই চশমা পড়লে কি আমি অ ই ঈ উ পড়তে পারবো.........?

ডাক্তারঃ হ্যাঁ অবশ্যই পারবেন ।

কাশেমঃ দেন তাইলে চশমা। দেখি এই বার কে আমারে মূর্খ বলে।

 

আম্মা বের হতে দেয়নিঃ

দাদা আর দাদী তাদের ৬০তম বিবাহবার্ষিকীতে ইচ্ছা হলো, তারা তাদের প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন করবেন। তারা প্রথমে যেভাবে প্রেম করতেন সেভাবে ডেটিং এ যাওয়ার প্ল−্যান করলেন!!

দাদা সেজেগুজে ফুল নিয়ে পার্কে গিয়ে অপেক্ষা করছিলেন। যেখানে তারা আগে দেখা করতেন!! সারাদিন অপেক্ষা করার পরও দাদী এল না।

দাদা রেগে মেগে বাড়িতে গিয়ে দেখলেন যে দাদী বসে আছে।

দাদা রেগে বললেনঃ “পার্কে আসলে না কেন??”

দাদী লজ্জিত গলায় বললেনঃ “আম্মা বের হতে দেয় নি!

কেউ কথা রাখেনিঃ

 

মাতাল স্বামীর আচরণে ত্যক্ত-বিরক্ত বউ চূড়ান্ত ওয়ার্নিং দিচ্ছে;

স্ত্রীঃ আজ রাতে ফের যদি মদ খেয়ে বাড়ি ফের তাইলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন!

স্বামীঃ (ক্ষিপ্ত কণ্ঠে) কী করবা তুমি কও? প্রত্যেকদিন ঘ্যানর ঘ্যানর ভাল্ল−াগে না!

স্ত্রীঃ আমি আত্মহত্যা করমু, আইজকা যদি মাতাল হইয়া আসো!

স্বামীঃ তুমি তো রোজ সকালে এই ওয়াদা কর! একবারও কি পূরণ করছো? না তুমি ওয়াদা পূরণ করো; না আমি মদ খাওয়া ছাড়ি! এইটা একটা সংসার হইলো? কেউ কথা রাখে না!!!

 

নোংড়া পানিতে সাঁতার!ঃ

 

প্রশ্নকর্তাঃ আপনি সিভিতে উল্লেখ করেছেন- নোংড়া পানিতে সাঁতারে বিশেষ দক্ষতা রয়েছে। চাকরি তো করবেন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে। তার ওপর নোংড়া পানিতে সাঁতার! এসব কী! সিভিতে কেউ এ কথা লেখে?

প্রার্থীঃ স্যার, আমি আসলে বোঝাতে চেয়েছি- ঢাকায় ঝুম বৃষ্টি হলেও অফিসে পৌঁছাতে অসুবিধা হবে না আমার!

প্রশ্নকর্তাঃ সরি, আপনাকে ভুল বোঝার জন্য! আপনি আজই জয়েন করুন! আপনার মতো লোকই তো খুঁজছিলাম এতদিন... সাব্বাস!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com