মানুষের অনুভূতি বোঝে ঘোড়া!!

প্রকাশের সময় : 2018-11-07 17:52:36 | প্রকাশক : Admin
�মানুষের অনুভূতি বোঝে ঘোড়া!!

 সিমেক ডেস্কঃ ঘোড়া মানুষের প্রিয় সঙ্গীগুলোর একটা। আধুনিক মানুষের বাহন এখন যন্ত্র নির্ভর, কিন্তু একসময় ঘোড়া ছিল মানুষের একমাত্র বাহন এবং বিপদের বন্ধু। কারণ গৃহপালিত প্রাণীদের মধ্যে ঘোড়া দ্রুতগামী, শক্তিশালী এবং বিশ্বস্ত। কেন ঘোড়া মানুষের এতো প্রিয় সেই গবেষণা করতে গিয়ে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। ঘোড়ারা নাকি মানুষের আনন্দিত এবং রাগি আবেগের মৌখিক অভিব্যক্তি বুঝতে পারে। যে কারণে মানুষের সাথে তাদের বোঝাপড়াটা হয় চমৎকার।

যুক্তরাজ্যের সসেক্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানুষের মৌখিক অভিব্যক্তির ফটোগ্রাফ নিয়ে একটা পরীক্ষা করেছেন। দেখা যায়, রাগান্বিত ছবিগুলো দেখে ঘোড়াদের প্রতিক্রিয়া হয় নেতিবাচক। বিজ্ঞানীরা বলেছেন, গৃহপালিতকরণ করার ফলে ঘোড়ারা মানুষের আবেগ বুঝতে সক্ষম হয়েছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে, বায়োলজি লেটারস জার্নালে।

গবেষণা দলটি বিভিন্ন ঘোড়ার আস্তাবলে গিয়ে ২৮টি ঘোড়াকে মানুষের মুখের অভিব্যক্তির ছবি দেখিয়ে পরীক্ষা করেছে। দেখা গেছে, রাগান্বিত মুখের দিকে ঘোড়ারা তাকায় বাম চোখ দিয়ে। এর কারণ হচ্ছে, স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্কের গঠন এমন যে তারা বাম চোখ দিয়ে যেটা দেখে সেটা প্রক্রিয়াজাত হয় মস্তিষ্কের ডানপাশে। বিজ্ঞানী স্মিথ বলেন, ‘মস্তিষ্কের ডান পাশ প্রক্রিয়া করে নেতিবাচক যে কোনো কোনও উদ্দীপকের।’

তাছাড়া এই পরীক্ষার সময় ঘোড়াদের হৃদপিণ্ডের পর্যবেক্ষণ করে দেখা গেছে, মানুষের রাগান্বিত মুখ দেখলে তাদের হৃদস্পন্দন দ্রুততর হয়। একই ধরনের ফলাফল পাওয়া গিয়েছিল কুকুরদের ক্ষেত্রেও। প্রাণীরা নিজেদের আবেগ বুঝতে পারবে সেটা স্বাভাবিক কিন্তু গৃহপালিত প্রাণীরা বোধ হয় মানুষের আবেগ বুঝতে পারার ক্ষমতা রপ্ত করেছে বেঁচে থাকার তাগিদে। এসব গবেষণা থেকে প্রশ্ন জাগে মানুষের সাথে বসবাসের ফলে গৃহপালিত প্রাণীর ভেতরে আসলে কি ধরনের বিবর্তন হয়েছে? -সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com