আজ হয়তো সবকিছু শেষ তাসলিমা রফিক

প্রকাশের সময় : 2018-11-21 13:46:12 | প্রকাশক : Admin

আজ হয়তো সবকিছু শেষ তাসলিমা রফিক

তুমি আমাকে ডাকলে

এতটা কাছে ডাকলে অবশেষে

ঘুমিয়ে পড়া বিকেল নিঃস্ব হয়ে গেছে

রাতের মিহি অন্ধকারের বুকে

নক্ষত্র সীমানা প্রাচীর ঘেসে দাঁড়িয়ে আছে

আমার আত্মাহীন নিঃসার বুকে।

মুমূর্ষ জীবন পড়ে আছে

একটু বাঁচার জন্য আপ্রান চেষ্টা তার

কোথাও শান্তি নেই এক চিলতে

দূর্বিসহ জীবনে, জীবন-যুদ্ধের পারাবার।

একটা সময় ছিল

একটা সময় ছিল স্বপ্ন দেখার

নিজেকে মেলিয়ে ধরার-

আজ সব কিছু শেষ

আজ হয়তো সবকিছু শেষ পৃথিবীর বুকে

ওপারে নতুন জীবনের হাতছানি

ঘুমিয়ে পড়া সকাল জেগে উঠছে

কুয়াশার বুক চিঁড়ে সোনালী রৌদ্র

শত আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে এই আমি

চলে এসেছি সব ছেড়ে

নক্ষত্র সীমানা প্রাচীর ঘেসে দাঁড়িয়ে আছে

আমার আত্মাহীন নিঃসার বুকে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com