জোকস্

প্রকাশের সময় : 2018-11-21 13:47:19 | প্রকাশক : Admin

জোকস্

সংগ্রহেঃ আবুসাইদ আলমারুফ

 

সুপার গ্লু দিয়ে প্লাস্টিক সার্জারিঃ

চিকিৎসকঃ আপনার প্লাস্টিক সার্জারি করতে হবে।

রোগীঃ প্লাস্টিক সার্জারি করতে কতো টাকা লাগবে?

চিকিৎসকঃ দুই লাখ টাকা লাগবে।

রোগীঃ আর যদি আমি প্লাস্টিক নিয়ে আসি?

চিকিৎসকঃ সাথে সুপার গ্লুও নিয়ে আইসেন, ফ্রি করে দেবো!

 

দুই বন্ধুঃ

দিপুঃ চল তো টিপু, চোখের ডাক্তারের কাছে যাই।

টিপুঃ কেন?

দিপুঃ আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না।

টিপুঃ তোর চোখ তো একদম ঠিক আছে।

দিপুঃ (রাগান্বিত হয়ে) তুই কি করে বুঝলি?

টিপুঃ ওই যে সূর্যটা দেখতে পাচ্ছিস?

দিপুঃ হ্যাঁ, পাচ্ছি।

টিপুঃ তাহলে আর কত দূরের জিনিস দেখবি..!!!

 

৯৫ টাকা গেল কোথায়ঃ

 

বল্টু বক্তৃতার ফাঁকে একটি গল্প বলেছিলেন -

“এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা

 

দিয়ে বললেন যে এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়।"

প্রথম ছেলেঃ ১০০ টাকার খড় কিনে আনল কিন্তু তা দিয়ে ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না।

দ্বিতীয় ছেলেঃ ১০০ টাকার তুলা কিনে আনল কিন্তু তাতেও ঘর পুরো ভর্তি হলো না।

তৃতীয় ছেলেঃ ৫ টাকা দিয়ে একটি মোমবাতি কিনে আনল এবং ঘরের মাঝেখানে রেখে জ্বালাল। এতে পুরো ঘর আলোতে ভরে উঠলো।

বল্টু আরও বলতে লাগলেন, "আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর হচ্ছেন তৃতীয় ছেলের মতো। যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন এই রাজ্য উন্নতির আলোতে ভরে উঠেছে।"

পিছন থেকে আওয়াজ আসলো, "সেটাতো ঠিকই আছে, কিন্তু বাকি ৯৫ টাকা গেলো কোথায়?"

 

 

উপকার করাঃ

শিক্ষকঃ ছাত্রদের উপদেশ দিচ্ছে, যে অন্যের উপকার করে না সে মানুষ নয়।

ছাত্রঃ স্যার তা হলে আপনি মানুষ না।

শিক্ষকঃ কেন?

ছাত্রঃ স্যার, আপনিতো আমাদের পরীক্ষার সময় কোন উপকার করেন না।’

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com