হাত-পায়ের তালু ঘামা কি অসুখ?

প্রকাশের সময় : 2018-12-06 15:07:47 | প্রকাশক : Admin
হাত-পায়ের তালু ঘামা কি অসুখ?

সিমেক ডেস্ক: অল্প উত্তেজনায় কি হাত পায়ের তালু ঘামতে শুরু করে? অনেকের ক্ষেত্রেই এমন হয় যতক্ষণ উত্তেজনা ততক্ষণই সেই ঘাম থাকে। আবার বার বার ঘাম মুছলেও তা সহজে যায় না। তাই চিন্তায় পড়ে অনেকেই চিকিৎসকের কাছে যান। কিন্তু এটা কি আসলেই কোনো অসুখের লক্ষণ?

চিকিৎসকদের মতে, শরীরে ঘামগ্রন্থির সংখ্যা ৪০ থেকে ৫০ লাখ। যার মধ্যে রয়েছে এক্রিন, অ্যাপোএক্রিন, অ্যাপোক্রিন ইত্যাদি। আর হাত ও পায়ের তালুতে এক্রিনের সংখ্যাই বেশি।

কেউ উত্তেজনা, আনন্দ বা ভয় পেলে শরীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যাদের শরীর আবেগে বেশি সংবেদনশীল বা অ্যাড্রিনালিনের ক্ষরণ বেশি তাই তাদের হাত-পায়ের পাতা ঘামে।

উত্তেজনায় অনেক সময় শরীর গরম হয়ে যায়। তখন শরীরের ভিতরে তরল জলীয় পদার্থ বের হয়। সেটাই তখন হাত-পায়ের তালু দিয়ে বের হয়। এমন হলে তা কোনো অসুখ নয়।

তবে সারাক্ষণ হাত ভিজে থাকলে তা অবশ্যই অসুখ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যার নাম হাইপার হাইড্রোসিস। সেই রোগের শিকার হলে কিছু ঔষধের দরকার হয়। হরমোনের ক্ষরণ কমিয়ে এই অসুখ সহজেই কমানো যায়। -সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com