১৫০ মেঃওঃ বিদ্যুত প্লান্টের উৎপাদন শুরু

প্রকাশের সময় : 2018-12-19 10:57:28 | প্রকাশক : Admin

সিমেক ডেস্কঃ বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মিডল্যান্ড এইচএফও (তৈলভিত্তিক) বিদ্যুত প্লান্টের। কর্মকর্তারা জানান, জাতীয় গ্রিডে আরও ১৫০ মেগাওয়াট বিদ্যুত যুক্ত হওয়ায় দেশে বিদ্যুত খাতের উন্নয়ন হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর তীরে প্রায় ৯.২৫ একর জায়গার ওপর অন্তত এক হাজার কেটি টাকা ব্যয়ে তৈলভিত্তিক এ বিদ্যুত প্লান্ট নির্মিত হয়েছে। প্রতিটি ৭ মেগাওয়াট করে ২৩ ইউনিটের মাধ্যমে বিদ্যুতকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। বিদ্যুত কেন্দ্রটি চীনের রাষ্ট্রায়ত্ত ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরআরসি এ কাজটি বাস্তবায়ন করেছে। সরকারকে ৮.২৬ পয়সা ধরে প্রতি ইউনিট বিদ্যুত সরবরাহ করবে কেম্পানিটি। সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পের অধীনে এ প্ল−ান্ট নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালের ১০ আগস্ট। মিডল্যান্ড ইস্ট পাওয়ার কোম্পানি লিঃ নামের নিজস্ব অর্থায়নে বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ হয়।

চলতি বছরের ৯ মে এ প্লান্ট উৎপাদনে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ৬ মাস পর বিদ্যুত কেন্দ্রটির বাণিজ্যিক  উৎপাদন শুরু হয়। গত ২২ নভেম্বর কমিশনিং শেষে বিদ্যুত উন্নয়ন বোর্ডের ছাড়পত্র শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। বিদ্যুত কেন্দ্রটি থেকে ১৫০ মেগাওয়াট ক্ষমতার থাকলেও উৎপাদন হচ্ছে ১৫৬ মেগাওয়াট বিদ্যুত।

বিদ্যুত কেন্দ্রটি নির্ধারিত সময়ের বেশি সময় লাগার পেছনে মূলত সমস্যা হয়েছিল আশুগঞ্জ সার কারখানার নির্গত এমোনিয়া গ্যাসের প্রভাবে নির্মাণ কাজের জন্য বিদেশী প্রকৌশলীরা অসুস্থ হয়ে পড়া এবং গ্রিডের ত্র“টির কারণে। বিদ্যুত কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় সরকারের ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুত সেই লক্ষ্যের সঙ্গে যুক্ত হলো।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com