সত্যিকারের ফ্লাইং ড্রাগন!

প্রকাশের সময় : 2018-04-27 21:36:18 | প্রকাশক : Admin

সিমেক ডেস্কঃ ড্রাগনের কথা জানা যায় বিভিন্ন রূপকথা বা কল্পকাহিনীতে। বাস্তবে অগ্নিমুখো ড্রাগন নেই বটে, তবে এর ক্ষুদ্র সংস্করণ রয়েছে। যার নাম ড্র্যাকো ভলানস। টিকটিকি প্রজাতির এ সরীসৃপটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফ্লাইং ড্রাগন নামেই বেশী পরিচিত।

গাছে বসবাসকারী ফ্লাইং ড্রাগনের অমসৃণ দেহের সঙ্গে সংযুক্ত রয়েছে দুটো পাখা। শিকার করতে বা নিজেকে শিকারির হাত থেকে রক্ষা করতে পাখা দুটো ব্যবহার করে।

ড্র্যাকো ভলানস এক লাফে ৩০ ফুট পর্যন্ত দূরে পৌঁছাতে পারে। তবে কল্পনার ড্রাগনের সঙ্গে এদের পার্থক্য হলো এরা লম্বায় হয় মাত্র আট ইঞ্চি পর্যন্ত। এদের গঠন বিন্যাস সর্বোচ্চ ১২ ইঞ্চির মধ্যেই সীমাবদ্ধ। তবে স্ত্রী ড্র্যাকোরা পুরুষদের তুলনায় বড় হয়।

এদের নিঃশ্বাসে আগুনের উত্তাপ বা আগুন কোনোটাই নেই। তবে কোনো কোনো ড্র্যাকো ভলানসের চোয়ালের নিচের অংশ খানিক বর্ধিত।

স্ত্রী ড্র্যাকোরা মাটিতে ডিম পেড়ে পাহারা দেয়। ২৪ ঘণ্টার মধ্যে ডিম ফুটে বাচ্চা বের করা পর্যন্তই তাদের কাজ। তারপর বাচ্চারা নিজেরাই নিজেদের দায়িত্ব নেয়। ফ্লাইং ড্রাগন ১৭৫৮ সালে প্রথম বৈজ্ঞানিকভাবে শ্রেণীবিন্যাস করা হয়।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com