তামাক গাছ থেকে কৃত্রিম ফুসফুস!

প্রকাশের সময় : 2019-01-19 11:37:35 | প্রকাশক : Admin
তামাক গাছ থেকে কৃত্রিম ফুসফুস!

সিমেক ডেস্কঃ এবার তামাক গাছ থেকেই হবে কৃত্রিম ফুসফুস তৈরির কাঁচামাল। অবাক লাগছে! হ্যাঁ, গবেষকরা তাই বলছেন।

নিকোটিনের কারণে সিগারেটের প্যাকেটে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’, ‘ধূমপান মৃত্যু ঘটায়’, ‘ধূমপান ফুসফুস রোগের কারণ’ এসব নানা সতর্ক বার্তা লেখা থাকে।

আর নিকোটিনের উৎস হল তামাক। এ তামাক গাছ থেকেই তৈরি হবে কৃত্রিম ফুসফুস।

চিকিৎসক ও গবেষকরা জানিয়েছেন, ফুসফুসসহ যেকোনো গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ তৈরিতে সবার আগে দরকার হয় একটা কাঠামোর।

আর সেই কাজে মুখ্য ভূমিকা পালন করে কোলাজেন তন্তু। মজার বিষয় হচ্ছে সেই তন্তু তৈরি হচ্ছে তামাক গাছে।

জিনগত পরিবর্তিত তামাক গাছে প্রচুর পরিমাণে কোলাজেন তন্তু উৎপন্ন হয়। মানব শরীরের কোলাজেন তন্তুর সঙ্গে যার প্রচুর মিল রয়েছে।

এ কোলাজেনকে ‘কালি’র মতো ‘থ্রি-ডি প্রিন্টারে’ ব্যবহার করে মানব ফুসফুসের মতো অবিকল কাঠামো তৈরি করছেন গবেষকরা।

তারপর সেই কাঠামোয় রোগীর স্টেম সেল রেখে সুস্থ ফুসফুস কোষ তৈরি করা হচ্ছে।

এর জন্য চিকিৎসকরা রোগীর ত্বকের সদ্যোজাত স্টেম কোষ বেছে নিচ্ছেন। অনুকূল পরিবেশে তৈরি এ কৃত্রিম ফুসফুস রোগীর দেহে প্রতিস্থাপনের উপযুক্ত বলেও দাবি গবেষকদের।

তারা জনিয়েছেন, গবেষণার কাজ প্রায় শেষের দিকে। কৃত্রিম ফুসফুস তৈরি করা থেকে প্রতিস্থাপন, পুরো প্রক্রিয়াটা কয়েক মাসের মধ্যে সেরে ফেলা যাবে।

জানা গেছে, এ পদ্ধতিতে তামাক গাছে কোলাজেন তন্তু তৈরিও হচ্ছে বিপুল পরিমাণে।

যার ফলে ধূমপানে ফুসফুসের ক্ষতি হয়ে মৃত্যু অনেকটাই কমবে বলে গবেষকদের দাবি। তাই আগামী দিনে ‘তামাক মৃত্যুর কারণ’ এমনটা নাও বলতে হতে পারে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com