জয়ের শহীদ মিনার

প্রকাশের সময় : 2019-04-11 17:30:06 | প্রকাশক : Administration

জয়ের শহীদ মিনার

আসাদ উল্লাহ্

 

রাত কালো হোক

রাত তো কালোই হয়

রাত কালো নাহলে ফোটে না রাতের মহিমা

অন্ধকারের লাবণ্য।

তবে যেনো না হয় পৃথিবীর বুকে পঁচিশে মার্চ

কদর্য রাত

পঁচিশে মার্চ বড় বেসরম নির্লজ্জ্ব

পঁচিশে মার্চ রক্তাক্ত,

মুত্যুর উপত্যকা ঢাকার জনপদ

পঁচিশে মার্চের রাত জানোয়ার বর্বর!

মানুষ ঘুমিয়ে গেলে পৃথিবীতে জেগে থাকে স্বর্গ

মানুষ ঘুমিয়ে গেলে ফোটে থাকে সব ফুল

শান্তির পরবাসে কাটে অপাপবিদ্ধ সময়।

অমৃত বচন বুঝে না, বুঝে না রাতের মহিমা কালো নাগ

হানাদার পাক,

বুঝে না মুজিব কোন সাধারণ ডাকনাম নয়

মুজিব বাঙালির স্পন্দিত ভালোবাসা প্রিয় তসবিহ পৃথিবীর বিস্ময়!

সুতরাং পঁচিশে মার্চের রক্তের স্রোত থেকে

সেইসব বেহেস্তী মানুষের বুকের প্রেম থেকে

জাগবেই এবং জেগেছে বিজয়ের পবিত্র শহীদ মিনার।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com