বৈশাখী মেলা

প্রকাশের সময় : 2019-04-25 17:00:01 | প্রকাশক : Admin

বৈশাখী মেলা

আনোয়ারুল কবীর বাবলু

ফাগুনের আগুনলাগা ঋতুরাজ বসন্তের শেষে,

আনন্দে উদ্বেলিত বিজয়ের কেতন উড়িয়ে পহেলা বৈশাখ আসে।

বাংলার ঘরে ঘরে বৈশাখী মেলা আর খেলা চলে,

গেল বছরের আনন্দ বেদনা, সুখ দুঃখ সব যায় ভুলে।

নতুন বছরের আগামি দিনগুলি কাটাবে সুখে আশায় বাঁধে বুক,

গায়ের বধু ঘুমটা টানি যায়রে বাপের বাড়ি, মনে লাগে সুখ।

বয়োবৃদ্ধ কিশোর কিশোরীরা সাজে বৈশাখী সাজে,

ঘরে ঘরে রসনা বিলাসে মিঠাই মন্ডা, পিঠা পায়েস কত কিছুই না রাধে।

পাড়ায় পাড়ায় মেতে উঠে সব, গানে আর খেলায়,

রঙ বেরঙের পোষাক পড়ে ছুটছে সবাই বৈশাখী মেলায়।

বাঁজায় বাশী, চড়কি চড়ে, আকাশে উড়ায় ঘুড়ি,

মাটির বাসনে ভরিয়া আনে জিলাপি, বাতাসা, মোয়া, মুড়কি আর মুড়ি।

বারান্দায় বসে স্মৃতিচারণ করে দাদা আর দাদী,

এমনি করে আমরাও একদিন কিনিয়া আনিতাম কত কি।

বৈশাখী মেলায় যেতে হবে তাই, মাটির ব্যাংকে দু’পয়সা করিতাম জমা,

তাহা দিয়া হতনা মেলা, তাইত বাজানেরে লয়ে মাকেও করিতাম না ক্ষমা।

আজও ভাবি তাই স্মৃতির পাতায় দুচোখ ভরে উঠে জলে,

যতই ফিরে পেতে চাই, হবেনাতো ভাই, সময় যে গেছে চলে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com