জোকস্

প্রকাশের সময় : 2019-05-23 19:56:35 | প্রকাশক : Administration

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

সতর্কবাতাঃ

 এক মেয়ে তার প্রেমিককে “তুমি যদি আমাকে একটা চুমু খাও তাহলে আমি সারাজীবনের জন্য তোমার হয়ে যাব”।

প্রেমিকঃ সাবধান করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ঐ ভুলটা কখনোই করবো না

 

এত জোরে কেউ গাড়ি চালায়ঃ

তিন মাতাল একটা গাড়িতে উঠল ।

ড্রাইভার বুঝতে পারল যে তারা মাতাল,

তাই সে গাড়ির ইঞ্জিল চালু করল ও কিছুক্ষণ পর বন্ধ করে ফেলল, এবং মাতালদের বলল তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছ।

তিন মাতাল গাড়ি থেকে নামল তারপর তারা বললো

১ম মাতালঃ ধন্যবাদ।

২য় মাতালঃ নিন, ১০০ টাকা বকশিস।

৩য় মাতাল ড্রাইভারকে একটা জোরে থাপ্পর দিল।

ড্রাইভার মনে করল যে, লোকটা বোধ হয় মাতাল

ছিল না, সে সবকিছু বুঝতে পেরেছে ।

তবুও সে ৩য় মাতাল কে জিজ্ঞেস করল,

থাপ্পর মারলেন কেন?

৩য় মাতালঃ শালা এত স্পীডে কি কেউ গাড়ি চালায়?

রাসায়নিক নামঃ

 

শিক্ষকঃ ১০ টা রাসায়নিক দ্রব্যের নাম বলো

ছাত্রঃ ক্লোরিন

ফ্লোরিন

ব্রোমিন

আয়োডিন

নওরিন

জেরিন

জেসমিন

পারভিন

ইয়াসমিন

নাসরিন

 

ভুম-ভুম Sound করিংঃ

 

ইংরেজি ক্লাস শূরু হয়ে গেছে। ইংরেজি স্যার

বল্টুকে দেখে বলল; বল্টু, ইউ আর লেট! হোয়াই?

বল্টুঃ স্যার, আমাদের গাড়ি কাঁদার মধ্যে আটকে পড়েছিল।

স্যারঃ নো-নো, টেল মি ইন ইংলিশ।

বল্টুঃ স্যার, our গাড়ি was পড়িং in কাঁদা। no নড়িং-চড়িং, only ভুম-ভুম sound করিং !!! স্যার বেহুঁশ!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com