ধর্ষিতা

প্রকাশের সময় : 2019-06-13 17:59:29 | প্রকাশক : Administration

ধর্ষিতা

আনোয়ারুল কবীর বাবলু

আমাকে স্পর্শ করোনা, আমি ধর্ষিতা

পাষান্ড সমাজে বিচারের ফাইলে বাঁধা লাল ফিতা।

আমি এই পাশবিক সমাজের ভোগ্যপন্য

নরপশু কাপুরুষের দল, আমাকে পেয়ে হয় ধন্য।

আমি নারী, আমি মা, মেয়ে ভালবাসার ধন

তিনিই মহাপুরুষ,  যার আছে ভালবাসার মন।

স্রষ্টার সৃষ্টি, সকল প্রানীর আছে যৌবন

মানুষ বীনা কোন প্রানীর নেই মন।

হউক সে জানোয়ার, নাহয় কাপুরুষ, সবার আছে উথ্যিত কামুক দন্ড

আর নারীর আছে নরম তুলতুলে

স্পর্শকাতর মাংসপিন্ড।

এটাতো সবার জানা, উন্নত নরম পাহাড়ের তলদেশে আছে এক বিশাল ঝর্ণাধারা।

এত আমারি জন্য বিধাতার সৃষ্টি,

শুধু নিয়মের জালে বন্দী,

তবু কেন মানুষরূপি  ধর্ষকেরা, করে নানা ফন্দি।

এরা ধর্ষক, প্রতারক, মানুষরূপি, লেবাসধারি ভন্ড,

হিংস্র জানোয়ারের উথ্যিত দন্ড আমাকে, সমগ্র সমাজকে করেছে লন্ডভন্ড।

আচরণে পশু হলেও দেখতে মানুষের মত

বিচারের বানী তাই আজও কাঁদে কত শত।

প্রকৃতি হয়ত একদিন করবেনা তোমায় ক্ষমা

ক্ষমতার বলে অপরাধ তুমি যতই করেছ,

সবই আছে জমা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com