ঈদের খুশি।

প্রকাশের সময় : 2019-06-26 20:31:07 | প্রকাশক : Administration

ঈদের খুশি।

আনোয়ারুল কবীর বাবলু।

ঐ দেখা যায় ঈদের চাঁদ

রাত পোহালেই ঈদ।

নতুন জামায় সাজব বলে

নেইকো চোখে নিদ।

রান্না হবে ফির্নি পোলাও, আরও স্বাদের পায়েস

নেইকো মানা খেতে সবার, যার যা আছে খায়েশ।

ঈদের নামাজ পড়তে যাব নতুন পোষাক পড়ে

ঈদের খুশি বিলিয়ে দিব কোলাকুলি করে।

গাঁয়ের পথে ঘুরব মোরা আলতা রাঙ্গা পায়

ঘরে বসে দাদা দাদি ফুকলা দাঁতে পান সুপারি খায়।

ধনি গরিব নেইকো বিভেদ মিষ্টি সেমাই খায়,

ছোটরা সব ছালাম করে যাকে যেথায় পায়।

আমরা সবাই বেজায় খুশি যাব মামার বাড়ি

বিকাল বেলায় সবাই মিলে করব ঘুরাঘুরি।

ঈদের খুশি বেজায খুশি হয়না বলে শেষ

এমন খুশি সারাজীবন থাকতে যদি মজা হত বেশ।

বিত্তবানরা চিত্তসুখে ঈদ আনন্দ করে

ছিন্নমূলে পথ শিশু খালি গায়ে ঘুরে।

সবাই যদি বস্রহীনরে সুখ বিলিয়ে দিত

আশ্রয়হীন, দুঃখি মানুষ, তারাও সুখ পেত।

ঈদ আনন্দে আমরা সবাই এই প্রতিজ্ঞা করি

দুঃখিজনকে সবাই যেন সুখের ভাগি করি।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com