জোকস্

প্রকাশের সময় : 2019-06-26 20:31:32 | প্রকাশক : Administration

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

আমায় ডেকেছিলে কেন?ঃ

 

গোপালের দোতলা বাড়ি তৈরি হলে সে তার প্রতিবেশী এক ভাইপো’কে ছাদের উপর দাঁড়িয়ে ডাকতে লাগলো, “রাখাল, ও রাখাল, কী করছিস ওখানে?” রাখাল বুঝলো, কাকা দোতলা বাড়ি দেখাচ্ছে। তাই সে কোন কথা বলল না। এর বহুদিন পর রাখালও নিজের চেষ্টায় ছোটখাট একটা দোতলা বাড়ি তৈরি করল। তারপর ছাদে উঠে ডাকতে লাগল, “কাকা ও  কাকা, সে বছর আমায় ডেকেছিলে কেন?”

 

বল্টুর শক্তিঃ

 

বল্টুঃ লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে !!

বল্টুর বন্ধুঃ হ্যাঁ, সত্যিই তো বাড়ে, কোন সন্দেহ আছে ?

বল্টুঃ ধুর ! পাঁচ গ্লাস দুধ খেয়ে এই দেয়ালটা আধাঘণ্টা ধইরা ধাক্কাইলাম, এক ইঞ্চিও নড়ে নাই ! সব ভূয়া !

এখন পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম! দেখ, দেয়ালটা আমারে দেইখা নিজেই কেমন ভয়ে কাঁপতাছে।

 

স্যাররা কিছুই জানে নাঃ

 

বাবলুঃ আমি আর স্কুলে যাব না বাবা।

বাবাঃ কেনরে বাবলু, লেখাপড়া করতে ভালো লাগে না? কি হয়েছে?

বাবলুঃ তা নয়, স্কুলের টিচাররা কিছুই জানে না যে। সব প্রশ্নের উত্তরই তো আমাদের মানে ছাত্রদের থেকে জানতে চায়।

আমেরিকা ক্রয়ঃ

 

আমেরিকার কোন এক রাস্তায় দুই মাতাল মদ খাচ্ছে আর আলাপ করছে-

১ম মাতালঃ আমি এই দেশটা কিনে নেব।

২য় মাতালঃ কিনবি মানে। আমি বেঁচলে তো কিনবি।

 

ওর স্বামী আমার স্বপ্নে এসেছিলঃ

 

এক রাতে স্বামী তার স্ত্রীকে রাগানোর জন্য বলছে-

স্বামীঃ কাল রাতে আমার স্বপ্নে খুব সুন্দরী একটা মেয়ে এসেছিল।

স্ত্রীঃ মেয়েটা নিশ্চয়ই একা এসেছিল?

স্বামীঃ হ্যাঁ! কিন্তু তুমি কিভাবে জানলে?

স্ত্রীঃ কারণ, ওর স্বামী আমার স্বপ্নে এসেছিল।

 

স্ত্রী পালিয়ে গেছেঃ

 

মিনিট দশেক তাড়া করে গতিবিধি লঙ্ঘন করা এক ড্রাইভারকে থামালো ট্রাফিক পুলিশ। বললো, আমি থামতে বলা সত্ত্বেও কেন তুমি থামোনি?

এক মুহূর্ত ভেবে নিয়ে ড্রাইভার বললো, আসলে হয়েছে কি, গত সপ্তাহে আমার স্ত্রী এক ট্রাফিক পুলিশের সঙ্গে পালিয়ে গেছে।

তাই আপনাকে আমার পেছনে ছুটতে দেখে মনে হলো, আমার স্ত্রীকে ফেরত দিতেই আপনি আমার পিছু নিয়েছেন!

ট্রাফিক পুলিশ বেহুস!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com