উৎপাদনে যাচ্ছে পায়রা বিদ্যুত কেন্দ্র

প্রকাশের সময় : 2019-06-26 20:39:21 | প্রকাশক : Administration
উৎপাদনে যাচ্ছে পায়রা বিদ্যুত কেন্দ্র

মেজবাহউদ্দিন মাননুঃ এ বছরের শেষের দিকে উৎপাদনে যাচ্ছে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের প্রথম ইউনিট। ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এ বিদ্যুত কেন্দ্রটি উৎপাদনে আসার মধ্য দিয়ে সাগরপারের কলাপাড়ায় প্রথম বিদ্যুত উৎপাদন হবে। কলাপাড়ার ধানখালীতে আন্ধারমানিক ও রাবনাবাদ নদীর মিলনস্থলের তীরে মনোরম পরিবেশে এ বিদ্যুত কেন্দ্রটির নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে।

২৪ ঘণ্টার কর্মযজ্ঞে গোটা এলাকা রয়েছে মুখরিত। পায়রা তৃতীয় সমুদ্র বন্দরের নামানুসারে এ বিদ্যুত কেন্দ্রটি ১০০০ একর জমির ওপর নির্মিত হচ্ছে। পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় অগ্রাধিকার দিয়ে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে দুই প্লান্ট মিলে দেশের সবচেয়ে বৃহৎ এ ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্র চালু হবে। প্রথমটির উৎপাদন শুরুর ছয় মাস পরে এ প্রকল্পের ৬৬০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার অপর বিদ্যুত কেন্দ্র উৎপাদনে আসবে।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ মালিকানায় এ বিদ্যুত কেন্দ্রটি নির্মিত হচ্ছে। বর্তমানে এ প্রকল্পের অগ্রগতি ৬৩ ভাগ। সূত্রমতে, সরকারের মালিকানাধীন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) ৫০ ভাগ করে মালিকানা রয়েছে এ কেন্দ্রে। যৌথভাবে বিসিপিসিএল এ প্রকল্পের বাস্তবায়ন করছে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com