জ্যোতি শিখা মানবী

প্রকাশের সময় : 2019-07-11 18:23:07 | প্রকাশক : Administration

জ্যোতি শিখা মানবী

আসাদ উল্লাহ

এখানে নোঙর ফেলেছে হাহাকার

এখানে হাওর, দুখিনী করুণ হাওর

নিজেরই চোখের জলে বানে ভাসে বারো মাস

এখানে অন্ধ অবুঝ বালকের মতো দিন যায় রাত নামে।

এখানে চাঁদ ওঠে--

কটি বাঁকিয়ে নাচে না ময়ূর ঘরে ঘরে

উতল জ্যোৎস্নায় ঈদ হাসে না জনে জনে মনে মনে

এখানে ঋতু বদল হয়

ঋতুবতী রমনীর দুঃখ কাটে না।

যারা দূর নগরে নিয়ন আলোয় স্বপ্ন বুনে

যারা সম্ভাবনার কথা বলে চুমু খায় প্রেমিকা অথবা বেশ্যার গালে

দিন রাত কেবল চুমুই খায়,

তারা জানে না পৃথিবীর কোন অংশ উর্বর আলো

কোন অংশ অনুর্বর অন্ধকার

তারা জানে না কী করে কতুটুকু বঞ্চিত মায়া ও মমতায়

মাটি পড়ে থাকে মাটিতে নির্জন দাহে।

এখানে জরাজীর্ন, রোগ-শোক, অশিক্ষা অন্ধকার

ক্ষুধা ভয়ংকর, দারিদ্র্য রাহু গ্রাস

ঝার-ফুঁক, পানিপড়া, তাবিজ-কবজ, কুসংস্কার

এখানে হাওর, দুখিনী হাওর বেদনা অপার

হঠাৎ জননীর চাল ধোয়া হাতের মতো সজীব

একটি ভালোবাসার হাত

হয়ে যায় ঈদের অধিক দ্যুতি ছড়ানো দীর্ঘ চাঁদ,

ছুরি চাকু ফালাফালা করে তমসার বুক

নেমে আসে হাওরে আলোর নহর কুসুম প্রভাত

লোকে বলে জ্যোতি শিখা মানবী এক মানবিক ডাক্তার জাকি রেজওয়ানা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com