জোকস্

প্রকাশের সময় : 2019-08-07 15:33:07 | প্রকাশক : Administration

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

বখাটে ছেলেঃ

 

এক তরুণী চাকরিজীবী, রোজ অফিসে বেশ

দেরি করে আসেন। অফিসের বস, এই ঘটনা জেনে অনেকবার ওই তরুণীকে শাসিয়েছেন। অথচ, আজও সে দু’ঘণ্টা দেরি করে অফিসে এসেছে!

বসঃ আচ্ছা, আজও দেরি হল কেন?

তরুণীঃ কি করব স্যার, রাস্তায় এক বখাটে ছেলে পিছু নিয়েছিল!

বসঃ বলো কী! তাহলে তো দ্রুত হেঁটে আরও এক ঘণ্টা আগে অফিসে পৌঁছানোর কথা, দেরি হল কেন?

তরুণীঃ স্যার ছেলেটা এত আস্তে হাঁটে যে...!

 

না খেয়ে মরে যাইনি!!!

 

বসঃ যেদিন থেকে আমি তোকে চাকরি থেকে বরখাস্ত করেছি, সেদিন থেকে প্রতিদিন তুই আমার বাড়ির সামনে পায়খানা করিস! কারণ কি? তোকে তো পুলিশে দেওয়া উচিত!

বল্টুঃ স্যার, আমি শুধু আপনাকে এতটুকু মনে করিয়ে দিতে চাই যে, বরখাস্ত করেছেন বলে আমি না খেয়ে মরে যাইনি!!!

 

বউ কেমনে মারা গেলঃ

 

এলাকায় এক মহিলা মারা গেছেন। লাশ নিয়ে যাচ্ছেন তার স্বামী। স্বামীর পিছনে একটি কুকুর, এর পিছনে কয়েক হাজার লোক। একজন জিজ্ঞাসা করলো যে, কি হইছে ভাই এত লোকজন কেন?

ভদ্রলোকঃ আমার বউ মারা গেছে

একজনঃ সরি, তো কিভাবে মারা গেল?

ভদ্রলোকঃ ওই যে কুকুরটা দেখছেন এর কামড়ে।

একজনঃ ভাই আমারে একটু আপনার কুকুরটা ধার দিবেন ।

ভদ্রলোকঃ ঠিক আছে তাইলে লাইন এর পিছনে গিয়া সিরিয়াল দেন।

 

একদিন ক্লাসে শিক্ষক প্রশ্ন করলঃ

 

শিক্ষকঃ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে?

ছাত্রঃ কিন্তু স্যার, বাবা যে বললো আমাদের সৃষ্টি হয়েছিল বানরের থেকে।

শিক্ষকঃ এ বিষয়ে আমি কিছু বলতে চাই না । কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার।

 

হাত কাটার শান্তনাঃ

                        

এক শ্রমিক কারখানায় কাজ করতে গিয়ে বাঁ হাত কেটে গেছে। সবাই বাড়িতে এসে ওকে শান্তনা দিচ্ছে; ভাই, তাও তোমার কপালডা ভালা, ডাইন হাতটা না কাইট্টা বাঁ হাত কাড্সে।'

এই কথা শুনে শ্রমিকটি বললো, ‘আরে আমার বুদ্ধি আছে না, যখনি দেখলাম ডান হাত কাটা পড়তেছে, তক্ষুনি ডান হাত সরাইয়া বাঁ হাত দিয়া দিলাম। হা হা হা'

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com