ডেঙ্গু জ্বর

প্রকাশের সময় : 2019-09-12 23:43:33 | প্রকাশক : Administration

ডেঙ্গু জ্বর

শেখ আশরাফুল ইসলাম

মহামাড়ি ডেঙ্গুজ্বর এলো দেশে

এ মরণ ব্যাধি না কি রক্তে দেয় মিশে।

এ রোগ ছড়ানোর মশাই না কি একমাত্র বাহক

দোয়া চাই এ রোগ যেন আর কারো না হোক।

তীব্র ব্যাথা প্রথমে আঘাত হানে মাথায়

বড়ই চুলকায় বুঝি পায়ের পাতায়।

নিঃশ্বাসে বড়ই হাঁপায়, শরীরটাও বেশি কাঁপায়

এ জ্বর সারেনা কট্রিম ডি এক্স প্যারাসিটামল নাপায়।

শরীরের শক্ত অংশ পেরিয়ে

নরম স্থান থেকে রক্ত আসে গড়িয়ে।

এ পয়জন রক্তের প্লাটিলেটকে করে দেয় নষ্ট

আর এই রক্তের প্লাটিলেট মিলানো বাড়িয়ে দেয় বেদনা আর কষ্ট।

ঐ রক্ত মিলানো কি এতটাই সোজা?

যদি মিলে গ্রুপ অন্য রোগ আছে কিনা এসব লাগে বোঝা।

তা আবার একটুখানিতে হবে না ইতি

থাকতে হবে শর্ত টাকাতেই হবে না কাজ, থাকতে হবে প্রেম প্রীতি

অনেক রক্তের নির্যাসে একটু খানি প্লাটিলেট তৈরী হয়ে আসে

রক্ত নিরুপায়ে  কত যে তাঁজা প্রাণ অকালে আনে মরণ বয়ে সর্বনাশে

দিয়ে নল অক্সিজেনের আর স্যালাইন, নয় তো নল সরল

খেতে হবে ডাবের পানি আছে যত খাদ্যের মধ্যে তরল।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com