জোকস্

প্রকাশের সময় : 2019-09-12 23:43:51 | প্রকাশক : Administration

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

দুই বন্ধুর মহাকাশ ভ্রমনঃ

 

একবার গ্রামের দুইজন অশিক্ষিত লোক মহাকাশ ভ্রমন নিয়ে কথা বলছে।

১ম জনঃ আম্রিকানরা চান্দে গেছে।

২য় জনঃ তো কী হইসে? আমরা সূর্য্যে যামু ।

১ম জনঃ সম্ভব না। সূর্যের ১৩ মিলিয়ন মাইলের মধ্যে আইলে রকেট গইলা যাইবো।

২য় জনঃ (মাথা চুলকায়া বলে) ঠিক আছে। রাইতে শিডিউল ফেললে রকেটের কিচ্ছু হইবো না।

 

হেডফোন দিয়ে গান শোনাঃ

 

বিমানে এক পেসেঞ্জার হঠাৎ করে হুরমুর করে  প্লেন চালকের ঘরে ঢুকে পড়লো। চালকতো অবাক, চালককে আরও অবাক করে দিয়ে লোকটা চালকের হেডফোনটাকে ছিনিয়ে নিল। তারপর লোকটা বলল, "হারামজাদা! আমরা টাকা দেব আর তুমি এইখানে বইসা কানে হেডফোন লাগাইয়া গান শুনবা!!!"

 

বল্টুর ইংলিশ বউঃ

এক দিন বল্টু তার স্ত্রীকে ইংরেজী শিখতে বলেছে। স্ত্রীও ইংরেজি শিখার জন্য চেষ্টা করতেছে। তার কিছু দিন পরে দুপুর বেলায় সে তার স্বামীকে ভাত খেতে দিয়ে বলল যে; এই নাও তোমার ডিনার।

বল্টুঃ তুমি একটা গাধা। এখন দুপুর আর এটাকে ডিনার বলেনা বলে লাঞ্চ ।

স্ত্রীঃ তুমি গাধা, তোমার চৌদ্দ গোষ্ঠী গাধা। এগুলো গতকাল রাতের বাসি ভাত দিয়েছি। এইবার বুঝলে...।

 

উড়তে গিয়ে হাতে তালি পেল মশাঃ

 

মশার বাচ্চা প্রথমবারের মতো উড়তে বের হয়েছে। সারারাত উড়ে সকালের দিকে বাসায় আসার পর মশার বাবা জিজ্ঞেস করল;

বাবাঃ বাবা, উড়ে কেমন মজা পেলে?

বাচ্চাঃ উড়ে অনেক মজা বাবা। কী বলব আর সে কথা।

বাবাঃ কী হয়েছে, বল?

বাচ্চাঃ যত মানুষের সঙ্গে দেখা হয়েছে, সবাই কত হাততালি দিলো!

 

বাবার মান সম্মানঃ

 

বল্টু আনমনে মাটি খুঁড়ে যাচ্ছে। এমন সময় তার বন্ধু বলে উঠলো; কিরে বল্টু সকাল থেকে মাটি খুঁড়ছিস কেন?

বল্টুঃ আর বলিস না, কাল বাবা আমায় ডেকে নিয়ে বলল আমি নাকি তার মান-সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি, তাই মাটি খুঁড়ে সেগুলোকে উদ্ধারের চেষ্টা করছি।

বল্টুর বন্ধুঃ আচ্ছা তাহলে মনযোগ দিয়ে খুড়ে যা। পাইলে জানাবি।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com