নিয়মিত চিচিঙ্গা চাষ করেন ডি অ্যাঞ্জেলা। একবার গাছ লাগানোর পর পুরো পরিবার বেড়াতে চলে যান। ফিরে এসে চোখ তো চড়কগাছ। দেখেন, গাছের চিচিঙ্গা অনেক লম্বা হয়ে গেছে। পরে এ নিয়ে মেয়ে এক প্রতিযোগিতায় হাজির হয়ে পেয়ে যান পুরস্কার। কারণ, তাঁর নিয়ে যাওয়া চিচিঙ্গাটি ছিল সেখানে সবচেয়ে লম্বা।
সেই থেকে লম্বা, সবুজ চিচিঙ্গা চাষে উৎসাহী হয়ে ওঠেন ডি অ্যাঞ্জেলা, যা কানাডার অন্টারিওতে স্থানীয়ভা ...MORE...