জিনাত রেহানা: আজ আমাদের বিবাহ বার্ষিকী। আমি আর একটু বেশি সময় পেতাম তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, লাইফ কাটাতে, এক সাথে বুড়ো হতে। সে সব সময় বলতো মানুষের চাওয়া আর আল্লাহ রাব্বুল আলামীনের ইচ্ছায় অনেক ব্যবধান। জীবন অনেক ছোট। এই জীবনে চাওয়ার না পাওয়ার হিসেব, ইগো, মান, অভিমানের বর্ম ভেঙে একে অপরকে বোঝার চেষ্টা করা উচিৎ।
ইগো কে মেল্ট করে হাসব্যান্ড ওয়াইফ দুজনকেই একে অপরের লাভ ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। আমি সারাদিন বক বক করতাম আর সে নিরব শ্রোতার মত শুনে যেত, মুখে ভালোবাসার বহিঃপ্রকাশ অনেক কম ছিল, তাই খুব মন খারাপ হত। আর সে আমার উপর তার ভালোবাসা প্রকাশ করত: আমার ......