মোঃ আখতার হোসেন মন্ডল
জন্মেছি এই সুন্দর বসুধায়
লভিয়া মানব জীবন
প্রাণের মিলন মেলায়
জন্ম থেকে মৃত্যুর ঠিকানায়
জীবন মধ্য পথ সেতু বন্ধন।
জনমে আসে আলো হাসি
স্বপ্ন গাথা রাশি রাশি
পাওয়া না পাওয়ার আনন্দ বেদনা
অপ্রতিরোধ্য নিঠুর নিয়তির ছলাকলা
আলো আধারের লুকোচুরি।
সহসা মৃত্যু আসি এ মর্তবাসীর
কেড়ে নেয় প্রাণ, স্বপ্ন সুখ বিনাশী
ছিন্ন করি সব প্রীতি মায়াবন্ধন।
বরফ গলে বিন্দু বিন্দু ঝরে,
আশা নিরাশার দোলাচলে
তেমনি হারায় জীবনের প্রতিটি ক্ষণ
মহাকালের স্রোতধারায় অণিবার
মৃত্যু আসি খুলে অনন্ত জীবনের দ্বার,
মৃত্যুর পরে আর মৃত্যু নেই
জীবনের পরে আছে জীবন
এ জীবনের কর্মভেলায় ঐ জীবনের উত্তরণ।
তারিখঃ- ২২ জানুয়ারী ২০১৯