মোঃ আখতার হোসেন মন্ডল
শুভ জন্মদিন আমার
ফিরে আসবে আবার
আসবে কতো উপহার
দুহাত ভরে পারবো নিতে
আসবে না আর বাবা আমার।
জন্মদাতা ওগো তুমি
খোঁজো না আর কোথায় আমি
সেই যে গেলে আর এলে না
কেকটি আমার কেটে দিলে না
বললে শুধু “মণি আমার
ফিরে আমি আসবো আবার।”
কালের স্রোতে চলছি ভেসে
হারিয়ে যাব বেলা শেষে
সে অবধি পথ চাওয়া
ফুরাবেনা এগান গাওয়া
হাত বুলিয়ে বলবে না আর
“কেঁদোনা আর খোকা আমার।”
তারিখঃ- ০৫ ডিসেম্বর ২০১১
Simec News