বাংলাদেশের ডোম ও ডোমাই ভাষা॥

রঞ্জনা বিশ্বাস: ডোমাই ভাষা ডোম জনগোষ্ঠীর ভাষা বলে পরিচিত হলেও আরও অনেকেই এ ভাষায় কথা বলে। এ ভাষার কোনো লিখিত রূপ নেই। বাংলাদেশের যেসব আদিবাসী ভাষা আছে বলে তালিকা রয়েছে, তাতে ডোম জনগোষ্ঠীর ভাষা ডোমাই ভাষার নাম পাওয়া যায় না। এ ভাষাভাষীর জনগোষ্ঠী মূলত পিছিয়ে পড়া প্রান্তিক। গবেষকরা বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা বিশে−ষণ করে দেখেছেন, পৃথিবীর অন্যতম চারটি ভাষা পরিবারের প্রায় ৩৫ থেকে ৪০টি ভাষা এখানে রয়েছে। এর মধ্যে কিছু ভাষাকে স্বতন্ত্র বা আলাদা না বলে গবেষকরা ‘উপভাষা’বলে মত দিয়েছেন যেমন- তঞ্চঙ্গ্যা ভাষাকে বলছেন চাকমা ভাষার উপভাষা; রাখাইন মারমা ভাষার উপভাষা, লালং বা পাত্র হচ্ছে গারো ভাষার উপভাষা; বিষ্ণুপ্রিয়া মণিপুরি এবং হাজং বাংলা ভাষার উপভাষা বলে চিত্রিত। এ প্রসঙ্গে ডোমাই কি সত্যি কোনো আলাদা ভাষা নাকি উপভাষা, জানতে হলে আমাদের ডোমাই ভাষাভাষীর বসতি অঞ্চল সম্পর্কে ধারণা রাখা দরকার।

গবেষকরা মনে করেন, ডোম সম্প্রদায়ের আদিনিবাস মূলত ভারতের উত্তর প্রদেশ। এ ছাড়া বিহার, ওড়িশায়ও তাদের বসতি ছিল। ১৮৭২ খ্রিস্টাব্দের আদমশুমারির বিবরণে ডোমদের স্বতন্ত্র ভারতীয় আদিবাসী হিসেবে চিহ্নিত করেছেন সেনসাস কমিশনাররা। দেখা গেছে, সেই তালিকাগুলোয় হাড়ি, দোসাদ, তুরি, কোচ, প্যারিয়া, বাগদি প্রভৃতি জাতির উল্লেখ রয়েছে।

বাংলাদেশে ডোমরা বিভিন্ন জেলায় বসবাস করে। তারা মূলত বিভিন্ন জেলার হাসপাতাল সংলগ্ন এলাকায় বসবাস করে। ফলে ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝিনাইদহ, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নীলফামারী, সিলেট, কুমিল্লাসহ ৬৪ জেলায় কমবেশি ডোম আছে। এই ডোমদের মধ্যে ‘উত্তরাইয়া ডোম’রা ২১ জেলায় বাস করে। বাংলাদেশের ডোমেরা মূলত মঘাইয়া ও উত্তরাইয়া ডোম বলে পরিচিত। তবে ‘বাঁশফোর’রা নিজেদের ডোম বলে পরিচয় দিলেও উত্তরাইয়া ও মঘাইয়ারা তাদের ডোম বলে পরিচয় দেয় না।

বাংলাদেশে বসবাসরত অধিকাংশ ডোমের নিজস্ব জমিজমা বা বাড়িঘর নেই। তারা সরকারিভাবে পাওয়া কলোনিগুলোয় বংশপরম্পরায় বসবাস করে আসছে। ডোমরা সমাজবদ্ধ হয়ে বাস করতে পছন্দ করে। নিজেদের মধ্যে তারা দেশওয়ালি ভাষা   তথা ডোমাই ভাষায় কথা বলে। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তা ডোমদের আলাদা সমাজ- সংস্কৃতি- ভাষা থাকলেও তাদের ভাষার কোনো বর্ণমালা নেই। জাতিগতভাবে ডোমরা বাঙালিদের মতো অস্ট্রিক গোত্রভুক্ত। ডোমাই ভাষায় লিখিত কোনো নিদর্শনও নেই। বয়স্ক ব্যক্তিরা নিজেদের ডোমাইভাষী বলে পরিচয় দিতে পছন্দ ......