প্রকাশের সময় : 2019-11-06 20:18:03 | প্রকাশক : Administration
সিমেক ডেস্কঃ অনেক মানুষ গান শুনতে অনেক ভালবাসে কারণ গান মন প্রফুল্ল রাখে। আবার চিকিৎসা ক্ষেত্রেও গানকে চিকিৎসার একটি পদ্ধতি বিবেচনা করা হয়। যা ‘মিউজিক থেরাপি’ মানে গান থেরাপি নামে পরিচিত। এই পদ্ধতিতে ‘মোজার্ট বা শাস্ত্রীয়’ সঙ্গীত শুনলে মন শান্ত হয়ে আসে। ঠিক এই পদ্ধটিকে কুকুরদের উপর প্রয়োগ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদের পুলিশ কর্তৃপক্ষ। মাদ্রিদ পুলিশ তাদের ডগ স্কোয়াডের কুকুরগুলোর দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ ধরণের ‘মিউজিক থেরাপি’ দিচ্ছে। যা এই কুকুরগুলোকে শান্ত রাখতে সাহায্য করবে। কারণ কুকুরগুলো বিভিন্ন অভিযানকালে অনেক সময় বেশ হিংস্র হয়ে উঠে। সন্ত্রাসীদের ধরতে অভিযানে বের হলে কুকুরগুলো অনেক স্নায়ুবিক চাপে থাকে। পাশাপাশি এই কুকুরগুলো বিস্ফোরক এবং মাদকদ্রব্য সনাক্তকরণ এবং রেসকিউ মিশনে অংশ গ্রহণ করে থাকে। তাই কুকুরগুলোর অস্থিরতা রোধে এই ‘মিউজিক থেরাপি’ দেওয়া হয়। -সূত্রঃ অনলাইন