সংগ্রহেঃ রোমেল হোসাইন
হাত-পা কালো হলে মুখ কেন সাদাঃ
ম্যাডামঃ এই পল্টু, আমি ১ লাইন করে কবিতা বলব, তুই পরের লাইন বলবি।
পল্টুঃ জ্বি ম্যাডাম।
ম্যাডামঃ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে।
পল্টুঃ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
ম্যাডামঃ পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি।
পল্টুঃ দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি।
ম্যাডামঃ চিকচিক করে বালি কোথাও নেই কাঁদা।
পল্টুঃ হাত-পা কালো আপনার, মুখ কেন সাদা?
চোরের পেছনে দৌঁড়াচ্ছে মালিকঃ
চোর টিভি নিয়ে পালাচ্ছে আর মালিক পিছে পিছে দৌঁড়াচ্ছে-
চোরঃ আপনার টিভি নিয়ে যান, আমি আর দৌঁড়াতে পারছি না।
মালিকঃ না, টিভিটা তুমি নিয়ে যাও। বাড়িতে শুধু সিরিয়াল আর সিরিয়াল। ঠিকমতো রান্নাও করে না।
চোরঃ তাহলে পিছে পিছে দৌঁড়াচ্ছেন কেন?
মালিকঃ আরে ভাই রিমোটটা তো নিয়ে যাও!!!!
পেঁয়াজ কাটতে চোখের জলঃ
স্ত্রীঃ কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না?
স্বামীঃ না, ঠিক তা নয়।
স্ত্রীঃ তাহলে?
স্বামীঃ পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের জল ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।
চেঁচামেচির যন্ত্রণাঃ
এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা।
গোয়েন্দাঃ গত রাতে পাশের বাসা থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশীঃ নাহ্! গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিচ্ছু শোনাই যাচ্ছিল না!