স্বাধীনতার স্থপতি

প্রকাশের সময় : 2020-01-16 17:26:29 | প্রকাশক : Administration

স্বাধীনতার স্থপতি

আখতার হোসেন মন্ডল

তুমি আছো স্মরণের আয়নাতে

তুমি ছিলে তুমি রবে নীরবে নিভৃতে,

বাংলার আকাশে তুমি ধ্র“বতারা

বিজয়ের সূর্য ঝলমল বসুন্ধরা,

অবিসংবাদিত নেতা জাতির পিতা।

ছিলে বিনয়ী সদয় অন্যায়ের প্রতিবাদে হিমালয়,

নিজস্বার্থে আনমনা পরার্থে মমতার গিরিঝর্ণা।

 

বাংলাদেশ বিশ্বের এক বিস্ময়

বিশ্ববাসী তাই অবাক চেয়ে রয়

তোমার দেখানো প্রগতির পথে

তোমারই সাজানো মনোরথে

এগিয়ে চলেছে দেশ দূর্বার

উন্নয়নের রূপকার তোমারই কন্যা

যাঁর মাঝে খুঁজে পাই তোমারই স্বপ্ন-সাধনা।

 

তোমার তেজোদ্দীপ্ত বাণী

আকাশে বাতাসে যায় অনুরুণি

তুমি আ শৈশব অদম্য অসাধারণ,

নেপথ্যের শক্তি সাহস প্রণোদনা

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রবে মিলে মিশে

অসাম্প্রদায়িক সমাজের এই অপার বন্দনা

তোমারই ধ্যান তোমারই ধারণা।

 

তুমি স্বাধীনতার স্থপতি

জনতার মনো রাজ্যে নন্দিত নৃপতি

বিশ্ব বরেণ্য শ্রেষ্ঠ বাঙালি

তোমারই আহবানে বিশ্ব মানচিত্রে

পেলাম ঠিকানা মুক্তির সোনালী সৈকতে

তোমার নীতি, দৃষ্টি, সৃষ্টি দেশপ্রীতি

বিপ্লবী চেতনা হে মুজিব, তুমিই তোমার তুলনা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com