জীবন সায়াহ্নে

প্রকাশের সময় : 2020-01-29 14:52:58 | প্রকাশক : Administration

জীবন সায়াহ্নে

আখতার হোসেন মন্ডল

চলে গেল জীবনের সকাল দুপুর

চলমান বিকেল মিষ্টি মধুর

রক্তিম সন্ধ্যার হাতছানি

কাঁপে অন্তিম বিদায়ের সুর।।

 

ফেলে আসা দিনগুলো অমলিন স্মৃতি,

হৃদয়ের দিগন্ত ছুঁয়ে কথা কয় সুপ্ত অনুভূতি,

সে কথা আমায় কখনও হাসায়

আবার কখনও কাঁদায়, ভাবতে শেখায়

আমি আজ কোথায় এলাম কতদূর!

 

অনন্ত আঁধারে না ফেরার দেশে

চলে যাবো একদিন নিঃস্ব শুভ্র বেশে,

হে পরপারের পথযাত্রী

মর্তলোকে তোমার পূণ্যময় কীর্তি

হবেগো তোমার পরম পাথেয়,

পরলোকে শূণ্য হাতে মুক্তির সনদ

যে জীবন ভোগের, সুখময় সুন্দর।।

 

ধর্ম, কর্ম, পূণ্য যেমনি আমার

তেমনি অধর্ম অপকর্মের নেই দাবিদার

ধরণীর বুকে এ বিধান চিরন্তন

আজ জীবন সায়াহ্নে দু’হাত তুলি

বার বার বলি, ‘ক্ষমা করো হে দয়াময়

পাপ রাশি মম, যদিও তা হবে সম

উত্তাল মহা সিন্ধুর’।।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com