জাতীয় গ্রিডে ১ কোটি ঘনফুট গ্যাস
প্রকাশের সময় : 2020-10-01 11:47:13 | প্রকাশক : Administration
সজীব আহমেদঃ শ্রীকাইল গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। শ্রীকাইলে এখন তিনটি কূপ থেকে গ্যাস উত্তোলন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কম্পানি (বাপেক্স)। তিনটি কূপ থেকে প্রতিদিন গড়ে ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। নতুন কূপের গ্যাস যুক্ত হলে আরো ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস বাড়বে।
শ্রীকাইলে গ্যাসক্ষেত্রের ওই কূপে মোট ৭১ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস পাওয়া গেছে। তার মধ্যে ৫০ বিসিএফ গ্যাস উত্তোলনযোগ্য। এখান থেকে যদি প্রতিদিন ১০-১২ মিলিয়ন ঘনফুট করে গ্যাস উত্তোলন করা হয়, তারপরও ১০-১৫ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা যাবে। এখান থেকে সাড়ে সাত কিলোমিটার গ্যাস গ্যাদারিং লাইন করা হবে শ্রীকাইলে, যেখানে মূল গ্যাসক্ষেত্রের প্রসেসিং পয়েন্ট আছে। কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের আওতায় ২০১৯ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হাজীপুরে ‘শ্রীকাইল ইস্ট-১’ নামে নতুন এ গ্যাস অনুসন্ধান প্রকল্পে কাজ শুরু করে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান-উত্তোলন প্রতিষ্ঠান বাপেক্স।