গোখরা খেলো প্লাস্টিক বোতল
প্রকাশের সময় : 2020-10-14 15:45:47 | প্রকাশক : Administration
সিমেক ডেস্কঃ পৃথিবী যে প্লাস্টিকের পাহাড়ে ক্রমেই ডুবতে বসেছে। আর প্রকৃতির অবলা, নিরীহ প্রাণীরা যে না বুঝেই প্লাস্টিকের মতো বিষাক্ত জিনিস খেয়ে চলেছে তার প্রমাণ আরও একবার মিলল। বনকর্মী প্রবীণ কাসোয়ান একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। মুহূর্তে ভাইরাল হয় ভিডিও ফুটেজটি। ৪৮ সেকেন্ডের ওই ক্লিপিংসে দেখা যাচ্ছে, কোনও বড় বস্তু গিলে ফেলায় গোখরো সাপের পেট ফুলে রয়েছে। মাটিতে প্রায় ছটফট করছে, গলাধঃ করা জিনিসটি উগরানোর চেষ্টায়। সাপটিকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন। এরপরই ফুটেজে দেখা যায়, এক যুবক একটি লাঠি হাতে গোখরো সাপের পেটের ফোলা অংশে মারতে থাকেন। আর তাতেই গলাধঃ করা বস্তুটি ধীরে ধীরে উগরাতে শুরু করে সাপটি। অবশেষে গোখরোটি যখন গলাধঃ করা বস্তুটি বের করে দেয় তখনই সবার নজরে আসে সেটি একটি সবুজ রং এর প্লাস্টিক বোতল। দেশের কোথায় তোলা সে সম্পর্কে কিছু না লিখলেও প্রবীণ পোস্টে লিখেছেন, ‘যখনই প্লাস্টিকের কথা ওঠে তখনই তা ফেলে দেওয়া ছাড়া আর কিছু হয় না। দেখুন কীভাবে একবার ব্যবহৃত প্লাস্টিক আমাদের প্রাণীজগতের সর্বনাশ করছে। ওই সাপটি জাতে গোখরো বলেই, নিজের স্বভাবজাত অভ্যাসের কারণে গলাধঃ করা জিনিস উগরে দিতে পেরেছে। অন্য কোনও প্রাণীর পক্ষে তা সম্ভব নয় বলেও পোস্ট করেছেন ওই বনকর্মী। - সূত্রঃ অনলাইন