শেখ আশরাফুল
বাধব না মন পুরান কথায়
চল মন নতুন কিছু পাব যেথায়
উঠিয়া আমি সকালে মনে মনে বলি
যাহা বলিয়াছে গুরুজন, সেই পথে যেন না চলি
মানবনা গুরুজন, মোবাইল নিয়ে থাকব সময় যতক্ষণ
যে ভাবে চললে ভাল থাকব দুনিয়া ও পরকালে,
এ চিন্তা নয় প্রাণে
তাইতো আজি, রাখিয়া বাজি, চুরি করিব গরীবের ত্রাণে।
ভুলিব সম্মান মায়া, হারিয়ে ফেলিব লজ্জা সরম হায়া
সংসারে মোরা সদস্য পাঁচজন মাত্র
একসাথে চলব না, ভিন্ন করিব আজি খাবারের পাত্র
বাবা-মা কর্মহীন, পড়েছে গায়ে বার্ধক্যের ছাপ
ওদের ভিন্ন করতেই হবে, তবেই পাবো উন্নতির ধাপ।
স্ত্রী তার আছে জেনেও বিয়েতে হব রাজি
খাদ্য বস্ত্র চাই না, মানসম্মানের রাখতে হবে বাজি।
ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেরেই চলেছে আজি।
খাদ্যে ভেজাল, চিন্তায় ভেজাল, ভেজাল সকল কাজে
রোগপ্রতিরোধ ক্ষমতা হারিয়ে ছুটব হসপিটালের মাঝে।
মন গিয়ে বেড়ায় নতুন কোন বাড়িতে
চড়তে চাই নতুন নতুন গাড়িতে
কার আগে কে হব পার দুর্ঘটনার বাড়িয়ে দেব হার
ভুলেছি আজি সালাম দেওয়া, করছি সম্মানের হানী
বড় মায়ায় জড়িয়ে দুনিয়ায়, ভুলেছি সৃষ্টিকর্তার বাণী
বাড়ছে কথা বলার খরচা
বাড়ছে মেসে থাকার খরচা
বাড়ছে মিথ্যে বলার চর্চা কমছে জীবনের আয়ু
এসব দেখে মুচকি হাসেন বিসাম কোনের বায়ু
এই করোনা বিপদের শেষ তো নয়
হবে ভিন্ন ভিন্ন স্থানে ভুমিকম্প, মহামারী, আকাশে বিপদের চিহ্ন ভয়।