বেলা শেষে অস্ত যায়
ভোর হয় আবার উদীয়মান
এই বাংলার সূর্য্য সন্তান তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আকাশ যায় কালো মেঘে ছেঁয়ে
ঝড় ঝঞ্ঝা আসে বেগে ধেয়ে
সূর্য্য হয়না কখনো ম্লান
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি রবে সকলের বুকের গভীরে
প্রভুর সৃষ্টির গড়া আকাশ জুড়ে
রংধনু তুমি সাত রঙ্গে মহীয়মান
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বৈরী শাসকেরা ধরে ছিল বাংলার টুটি
তোমার বজ্র কন্ঠের কাছে হেরে গিয়ে
তারা বাংলার মাটিতে করেছে নতি
তুমি বীর, তুমি সোরহাব, তুমি রোস্তম
তুমি বাংলার পালোয়ান।
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ বাঙালী বীর পদে চলে
মায়ের ভাষায় সোজা কথা বলে
শির উন্নত হয় আগুয়ান
প্রভুর মহিমা তোমার দেখানো পথ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।