“এ কেমন মুসলমান”
জন্মসুত্রে নামে মুসলিম
নামাজ পড়লে না,
নামাজ বিনে নকল মুসলিম
আসল হইলে না।।
কলেমা পড়লে, যাকাত দিলে,
মক্কায় গিয়ে, হাজী হইলে
অন্যের সম্পদ লুটে নিলে,
দান খয়রাতে নাম ফোটাইলে
কোরান শরীফ ঘরে রাখলে
হালাল হারাম শিখলে না।।
কাঁদলে না ভাই পরের দুঃখে
সবই করলে নিজের সুখে
মিথ্যা, চুরি, ছল চাতুরী
কালো টাকার বাড়ী গাড়ী,
জোর ক্ষমতার বাহাদুরী
কিছুই বাকী রাখলে না।।
Simec News