ভ্যাকসিন এসেছে; ফিরবে অর্থনীতির স্বাভাবিক গতি

প্রকাশের সময় : 2021-02-03 16:45:11 | প্রকাশক : Administration
ভ্যাকসিন এসেছে; ফিরবে অর্থনীতির স্বাভাবিক গতি

সকাল ৮টায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান উড়াল দিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানটি যখন ভারতীয় আকাশসীমা ত্যাগ করে তখন ভারতের হাইকমিশন এয়ার ইন্ডিয়ার সেই বিমানের ছবি দিয়ে নিজেদের ফেসবুক পেজে ভ্যাকসিন আসার খবরটি জানায়।

ঢাকা তখন প্রস্তুত হচ্ছিল বন্ধুত্বের নিদর্শন ভারতের পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন বুঝে নেয়ার জন্য। বিমানবন্দর, রাষ্ট্রীয় অতিথী ভবন পদ্মা আর তেজগাঁওয়ে ইপিআই সেন্টারে তখন ভ্যাকসিন বুঝে নেয়ার তোড়জোড় চলছিল। বৃহস্পতিবার বেলা ১১টা বিশের দিকে ভ্যাকসিন নিয়ে ভারতীয় বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ভারতীয় জনগণের কাছ থেকে উপহার হিসেবে অসুখ থেকে কি বাঁচতে পারব? তাছাড়া মৃত্যু থেকে বাঁচার কি কোন নিশ্চিত সুযোগ আছে? করোনার প্রথম ধাক্কা বাংলাদেশ খুব ভালোমত সামলে উঠেছে।

আল্লাহর বিশেষ রহমত আছে আমাদের উপর। এতো সূর্যালোক তথাকথিত উন্নত অনেক দেশেই নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন কয়েক হাজার মানুষ মারা যাচ্ছে করোনায়। অথচ তারা বিশ্বের এক নম্বর দেশ। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারও মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে পৃথকভাবে করোনার টিকার দুটি বক্স তুলে দেন বিক্রম দোরাইস্বামী।

বিমানবন্দর থেকে দুটি ফ্রিজার ভ্যানে করে ভ্যাকসিনের সর্বমোট ১৬৭ কার্টন নিয়ে যাওয়া হয় তেজগাঁও ইপিআই স্টোরেজে। ‘ভ্যাকসিনমৈত্রীর’ আকাশী রঙের ব্যানারে ঢাকা সেই ভ্যানের গায়ে আঁকা ছিল দুই দেশের পতাকা, লেখা ছিল- ‘ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহারস্বরূপ ভারতে উৎপাদিত ২০ লাখ ৪ হাজার ডোজ কোভিড ভ্যাকসিন। ভারতের সেরাম ইনস্টিটিউট এর কাছ থেকে একই ভ্যাকসিনের আরও তিন কোটি ডোজ কিনেছে বাংলাদেশ।

এখন স্বাভাবিক হয়ে আসবে সামগ্রিক পরিস্থিতি। বিশ্ব অর্থনীতিতেও ঘুরে দাঁড়ানোর বাতাস বইতে শুরু করেছে। প্রতিটি দেশই নতুন করে অর্থনীতির হিসাব কষছে। এর বাইরে নেই বাংলাদেশও। ইতোমধ্যে দেশের অভ্যন্তরে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। আর চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে কনটেইনার লোড-আনলোডের সংখ্যা। যা নতুন বছরে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতিতে আগামী অর্থবছরের জন্য বিনিয়োগ, কর্মসংস্থান ও জিডিপির উচ্চ প্রবৃদ্ধি ধরেই সম্ভাব্য হিসাব করছে অর্থ বিভাগ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১ বছর ধরে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। এখন একটি কার্যকর টিকার দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। এ পর্যন্ত টিকার বিষয়ে বেশ কয়েকটি অগ্রগতি হয়। মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক এর টিকা ৯০ শতাংশ কার্যকর। এরপর সুখবর দেয় আরেক মার্কিন কোম্পানি মডার্না। ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা তথ্যানুযায়ী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে তাদের তৈরি করা করোনাভাইরাসের টিকা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে।

টিকা আসার খবরে বিশ্ববাজারে তেলের বাজার ঘুরে দাঁড়িয়েছে। অনিশ্চয়তা কাটছে স্বর্ণের বাজারেও। অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ ডলার। এর আগে করোনার কারণে বিশ্বব্যাপী ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির চাহিদা ব্যাপক কমে যায়। হু হু করে কমতে থাকে দাম। পরে চলাচল কিছুটা শুরু হলেও চাহিদা আগের অবস্থায় ফিরতে এখনো অনেক দেরি।

এদিকে বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অবস্থাও পরিবর্তন হচ্ছে। সাম্প্রতিক সময়ে গতি আসছে শিল্পকারখানার উৎপাদনে। অনেকটা স্বাভাবিক অবস্থায় আসছে ব্যবসা-বাণিজ্যও। যে কারণে এরই মধ্যে বেড়েছে গ্যাস ও বিদ্যুতের চাহিদা।

একইভাবে বেড়েছে বিদ্যুতের চাহিদা। মার্চে যেখানে বিদ্যুতের চাহিদা কমে নেমে আসে সাড়ে ৫ হাজার মিলি কিলোওয়াট পার আওয়ার। ডিসেম্বরে এর চাহিদা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে সাত হাজার মিলি কিলোওয়াট পার আওয়ারে। এছাড়া চট্রগ্রাম বন্দরে এপ্রিলে আমদানি ও রফতানি পণ্যের কনটেইনার উঠানামা করেছে ১ লাখ ৩৫ হাজার। সেখানে ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ কনটেইনার।

পাশাপাশি দেশের যে ১ লাখ ২১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হচ্ছে সে কারণেও অর্থনীতির গতি ফিরছে। ফলে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে- এমন আশায় অর্থ মন্ত্রণালয় থেকে আগামী অর্থবছরের জন্য উচ্চ প্রবৃদ্ধি ধরে অর্থনীতির সূচকের সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

টিকা আসার খবরে বিশ্ববাণিজ্য পরিস্থিতিও পাল্টে যাচ্ছে। বেড়েছে অনেক পণ্যের রফতানি আয়। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। - সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com