জীবনের গল্প

প্রকাশের সময় : 2021-02-17 14:27:18 | প্রকাশক : Administration
জীবনের গল্প

জীবনের গল্প

বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতার হোসেন মন্ডল

প্রতীক্ষিত আশীর্বাদ একটি পরিবারের,

কাছের কিংবা দূরের সকলের

পর কিংবা আপন জনের;

প্রাণে আনে স্বর্গীয় আনন্দ

স্বচ্ছ লাবণী সুখের ক্ষণিক বন্যা

এ সংসারে কাঙ্খিত নবজাতকের

প্রথম আগমনী কোমল কান্না।

 

অপত্য মমতার আধার জনক-জননীর

হৃদয়ে তীক্ষ্ণ কন্টকসম হানি আঘাত

আর সব কান্না ধ্বনি ফুটে যতবার।

সন্তানের জীবন যেন হয় দীপ্ত কর্মময়

শান্তি সুখের ছায়ায় সোনালী মধুময়,

অকাতরে আপন সুখ দিয়ে বিসর্জন

তাকে ঘিরেই তাদের উদ্বেগ, ভাবনা, স্বপ্ন সঞ্চায়ন।

 

নিরবধি বহমান অধরা সময়ের আবর্তন,

ফুরিয়ে যায় জীবনের স্বর্ণালী প্রবাহ পূর্বাহ্ন,

আসে তেজোদ্দীপ্ত সুন্দর দুপুর মৌন অপরাহ্ন

স্নিগ্ধ রক্তিম বিমর্ষ সন্ধ্যার নিরব  কালো হাতছানি।

মুহূর্তের অণুগুলি ঝরে একটি একটি করে

যেন প্রস্ফুটিত বিবর্ণ পাপড়ি শতদল,

বেসুরা ছন্দে থেমে যায় জীবনের স্পন্দন।

৬ নভেম্বর ২০২০ সন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৯১২৫২২০১৭, ৮৮০-২-৭৯১২৯২১
Email: simecnews@gmail.com